Viral

Viral: গালে হাত দিয়ে আদর করতেই, সেনা জওয়ানের পা ছুঁয়ে প্রণাম করল একরত্তি

একটি মেট্রো স্টেশনে শিশুকন্যাকে দেখে আদর করলেন এক জওয়ান। এর পরই জওয়ানের পা ছুঁয়ে প্রণাম করল শিশুটি। আবেগের মুহূর্তে মজলেন সকলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৭:৫৮
Share:

ছবি টুইটার।

গুরুজনের স্নেহের পরশ গায়ে মাখার পরই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন একরত্তি। এই দৃশ্য মন কেড়েছে নেটমাধ্যমে।

Advertisement

একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের ফ্রক পরে মেট্রো স্টেশনে খেলে বেড়াচ্ছে এক শিশুকন্যা। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে তার জুতোর রংও কালো। মেট্রো স্টেশনের মধ্যে খানিকটা দৌড়ে নিল সে। সামনেই দাঁড়িয়ে ছিলেন সেনা জওয়ানরা। শিশুটিকে দেখতে পেয়েই এক জওয়ান তার গালে হাত দিয়ে আদর করলেন।

এর পরই সকলকে রীতিমতো চমকে দিয়ে, সেই জওয়ানের পা ছুঁয়ে প্রণাম করল শিশুটি। একরত্তির এ হেন আচরণে আপ্লুত হয়ে তাকে আবার আদর করলেন ওই জওয়ান। এই ভিডিয়ো টুইট করেছেন বিজেপি সাংসদ পিসি মোহন। এই আবেগঘন মুহূর্ত স্পর্শ করেছে অগণিত মানুষকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement