প্রতীকী ছবি।
দুই পোষ্যকে নিয়ে বাড়িতে একা ছিলেন ৮২ বছরের এক বৃদ্ধা। হঠাৎই তাঁর চিৎকার এবং কান্নার আওয়াজ শুনতে পান পড়শিরা। সেই সঙ্গে শোনা যায় পোষ্য কুকুরের চিৎকারও।
সাহায্য করতে ছুটে এসেছিলেন অনেকেই। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বাড়ির ভিতরে ঢুকতে পারেননি। পরে যখন দরজা খোলা হল, দেখা গেল ক্ষত বিক্ষত শরীরে অচেতন অবস্থায় ঘরে পরে রয়েছেন তিনি। চারপাশ ভেসে যাচ্ছে রক্তে।
প্রায় সঙ্গেই সঙ্গেই ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষয় হওয়ায় তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা প্রাথমিক তদন্তে জানিয়েছেন ওই বৃদ্ধার সারা শরীরে কুকুরের খুবলে খাওয়ার ক্ষত ছিল। পুলিশের ধারণা, পোষ্য কুকুরদের একটির কামড়েই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।
প্রাক্তন শিক্ষিকা ওই বৃদ্ধা লখনউয়ের কাইসার বাগের বাঙালি টোলার বাসিন্দা। কুকুরদুটি তাঁর একমাত্র পুত্রের পোষ্য। যদিও ঘটনার সময় তার ছেলে বাড়িতে ছিলেন না।