ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
পরনে জমকালো কালো শাড়ি। চুল টেনে বাঁধা। কোমরে আঁচল গুঁজে খালি পায়েই উঠে পড়লেন মঞ্চে। নাচতে শুরু করলেন ‘কালা চশমা’ গানে। শুধু কোমর দোলালেন না, রীতিমতো ঝড় তুললেন! কেরলের এক কলেজের অধ্যাপিকার এ রকমই একটি ভিডিয়ো হইচই ফেলে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমাজমাধ্যমে ভাইরাল ওই অধ্যাপিকার নাম অরুণিমা দেবাশিস। তিনি কেরলের এর্নাকুলামের সেন্ট টেরেসা কলেজে অধ্যাপনা করেন। সম্প্রতি কলেজের এক অনুষ্ঠান চলাকালীন ‘কালা চশমা’ গানে নেচে নজর কেড়েছেন তিনি। সেই নাচের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর ‘কালা চশমা’ গানে নাচছেন অরুণিমা। কোমরে আঁচল গুঁজে খালি পায়েই মাতিয়ে দিয়েছেন তিনি। অধ্যাপিকাকে ওই ভাবে নাচতে দেখে হুল্লোড় পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। হাততালি দিতে শুরু করেন তাঁরা। একই সঙ্গে সহকর্মীকে ও ভাবে নাচতে দেখে কলেজের বাকি শিক্ষক-শিক্ষিকারাও শরীর দোলাতে শুরু করেন। সব মিলিয়ে আসর জমিয়ে দেন অরুণিমা।
সেন্ট টেরেসা কলেজেরই এক পড়ুয়ার ক্যামেরায় বন্দি সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে প্রায় ১ কোটি বার দেখা হয়েছে। বহু মানুষ ওই ভিডিয়ো দেখে অরুণিমার প্রশংসা করেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, ‘‘আমাদের সময়ে কেন এ রকম কোনও অধ্যাপিকা ছিলেন না।’’