ছবি: এক্স থেকে নেওয়া।
কারখানা নয়, রাস্তার মধ্যে তৈরি করা নতুন ‘ইউ-টার্ন’ (রাস্তার উপরে ইংরেজি বর্ণমালার ইউ আকৃতির বাঁক) উদ্বোধন করতে এলেন কেরলের শিল্পমন্ত্রী। ছবিও তুলিয়েছেন হাসিমুখে। আর সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে কেরল জুড়ে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কোচিতে একটি ‘ইউ-টার্ন’ উদ্বোধন করতে পৌঁছেছেন কেরলের শিল্পমন্ত্রী তথা সিপিএম নেতা পি রাজীব। সেখানে উপস্থিত রয়েছেন দলের অন্য নেতা এবং সরকারি কর্তারা। এর পর এক জনের হাত থেকে একটি কাঁচি নিয়ে ইউ-টার্নের মুখে বাঁধা ফিতে কাটেন তিনি। এর পর ক্যামেরায় ধরা দেন হাসিমুখে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই কেরলের শিল্পমন্ত্রীর সমালোচনা করে সরব হয়েছেন বিজেপি নেতা অনুপ অ্যান্টনি জোসেফ। এক্স হ্যান্ডলে ইউ-টার্নের উদ্বোধনী অনুষ্ঠানে রাজীবের ফিতে কাটার ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘এই সরকারের আমলে শিল্প, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কোনও প্রকল্পের উদ্বোধন করা যাচ্ছে না। সেখানে মন্ত্রীরা ইউ-টার্ন এবং স্পিডব্রেকার উদ্বোধন করছেন। এটাই দেখা বাকি ছিল।’’