Viral Video

‘মুকাবলা’ গানের তালে নিখুঁত নাচ প্রৌঢ়ের! কেউ বললেন ‘জ্যাকসনের কাকা’, কেউ নাম দিলেন ‘প্রভু দেবা’

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে মাইকে বাজছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাধলান’ ছবির হিট গান ‘মুকাবলা মুকাবলা’। সামনে দাঁড়িয়ে এক প্রৌঢ়। তাঁর পরনে গুঁজে পরা জামা এবং জিনসে্‌র প্যান্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১০:২৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ভারতীয় অনুষ্ঠানে নাচছেন ‘মাইকেল জ্যাকসনের কাকা’। এক প্রৌঢ়ের নাচের ভিডিয়ো দেখার পর তেমনটাই বলছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল সেই ভিডিয়োয় ওই প্রৌঢ়কে প্রভু দেবার ‘মুকাবলা’ গানে নাচতে দেখা গিয়েছে বিখ্যাত পপতারকা মাইকেল জ্যাকসনের মতো করে। কী করে এমন নিখুঁত ভাবে নাচছেন প্রৌঢ়? প্রশ্ন তুলে বিস্ময়প্রকাশও করেছেন অনেকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে মাইকে বাজছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাধলান’ ছবির হিট গান ‘মুকাবলা মুকাবলা’। সামনে দাঁড়িয়ে এক প্রৌঢ়। তাঁর পরনে গুঁজে পরা জামা এবং জিনসে্‌র প্যান্ট। গানটির তালে তালে নাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর পর সকলকে চমকে দিয়ে নাচতে শুরু করেন তিনি। আর সেই নাচ দেখেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। কয়েক জন ওই প্রৌঢ়কে মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা করলেও অনেকে আবার প্রভু দেবার সঙ্গে তুলনা করেছেন তাঁকে।

গত ৫ অগস্ট ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। শুধু লাইকই পড়েছে ৩৪ লক্ষের বেশি। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই ব্যক্তি মাইকেল জ্যাকসনের কাকা না কি তাঁর আত্মীয়?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বয়স শুধুমাত্র একটি সংখ্যা। প্রৌঢ়ের প্রতিভা দেখার মতো।” তৃতীয় এক জন লিখেছেন, ‘‘আমার কিন্তু মাইকেল জ্যাকসন বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে প্রৌঢ় আদতে প্রভু দেবার মতো নাচছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement