ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে ছিল একটি কুকুর। নজর ঘুরিয়ে এ দিক-ও দিক তাকাচ্ছিল অন্যমনস্ক হয়ে। এমন সময় অতর্কিতে তার উপর হামলা চালাল একটি ষাঁড়। শিঙে করে শূন্যে তুলে দিল কুকুরটিকে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় ষাঁড়ের খেলা চলছে। ভয়ে মানুষজন এ দিক-ও দিক ছুটছেন। কিন্তু বিশাল ষাঁড়টির দিকে নজর যায়নি একটি কুকুরের। রাস্তার ধারে অন্যমনস্ক ভাবে দাঁড়িয়েছিল সে। হঠাৎ তার দিকে তেড়ে যায় ষাঁড়টি। শিঙের গুঁতোয় শূন্যে তুলে দেয় তাকে। অতর্কিত আক্রমণে হকচকিয়ে যায় কুকুরটি। কিছু বোঝার আগে আরও এক বার ষাঁড়ের গুঁতো খেতে হয় তাকে। বেগতিক দেখে দৌড়ে পালায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শার্নুদ_অনিরখান’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। সেটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে হইচই পড়েছে। নেটাগরিকদের অনেকে ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করলেও কুকুরটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ওই কুকুরটি কি ঠিক আছে? বেচারা খুবই আঘাত পেয়েছে মনে হয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর প্রাণী! কুকুরটি বরাতজোরে বেঁচে গিয়েছে।’’