ছবি: এক্স থেকে নেওয়া।
সপরিবার নদীতে জল খেতে নেমেছিল হাতি। পাশেই ছিল ছানা। হঠাৎ করেই হামলা চালাল বিশালাকার একটি কুমির। কামড়ে ধরল হাতির শুঁড়। বিশাল দুই প্রাণীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলল বেশ কিছু ক্ষণ। কিন্তু কী হল তার পর? কে জিতল, কে হারল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীতে জল খেতে নেমেছে হস্তী পরিবারের তিন সদস্য। সঙ্গে একটি শাবকও রয়েছে। তবে তারা ঘুণাক্ষরেও টের পায়নি, জলের তলা থেকে তাদের গতিবিধির উপর নজর রাখছে এক ‘দানব’। হঠাৎ করেই হামলা চালায় সে। নদীর জলে ডুবে থাকা একটি হাতির শুঁড় কামড়ে ধরে টান মারে। হস্তীশাবক-সহ বাকি দুই হাতি তাড়াতাড়ি জল থেকে উঠে গেলেও জলেই আটকা পড়ে তৃতীয় হাতিটি। তবে শীঘ্রই আক্রমণ সামলে পাল্টা আঘাত হানে সে। পায়ে করে কুমিরটিকে লাথি মারতে থাকে জলের মধ্যেই। শুঁড় দিয়ে আছাড়় মারার চেষ্টাও করে। কিছু ক্ষণ পরে হাতির ক্ষমতার কাছে নতিস্বীকার করে কুমিরটি। শুঁড় ছেড়ে দিয়ে পালিয়ে যায় সে। হাতিটিও ধীরে ধীরে নদী থেকে উপরে উঠে আসে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার মনে হয় হাতিকে আক্রমণ করা কুমিরটির জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রচেষ্টার জন্য সাধুবাদ। কিন্তু একটি কুমির কি কখনও হাতি শিকার করতে পারে?’’