ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মাত্র কয়েক সেকেন্ডের হেরফের। আর তাতেই মুছে গেল জীবন-মৃত্যুর সীমানা। বিশাল এক ঢেউ আছড়ে পড়ার আগে কোনও রকমে প্রাণে বাঁচলেন দুই যুবক। সমুদ্রের ঢেউ যেন মৃত্যুদূতের মতো তাড়া করে আসছে পিছন পিছন। দেখে ঊর্ধ্বশ্বাসে নৌকা ছোটান তাঁরা। কোনও মতে বাঁচেন ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমের পাতায়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’জন তরুণ সমুদ্রে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক জন নৌকা চালাচ্ছেন, অন্য জন নৌকার সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় ভেসে রয়েছেন। হঠাৎ তাঁরা লক্ষ করেন, এক বিশাল ঢেউ ধেয়ে আসছে তাঁদের দিকে। ঢেউটি যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে তাঁদের উপর। আর তা হলে বোটটি আঘাতে ছিন্নভিন্ন হয়ে সলিলসমাধি ঘটাতে পারে ওই দুই যুবকের। পিছনে তাকিয়ে বিপদ বুঝে দ্রুত গতিতে নৌকা চালাতে শুরু করেন চালক। নৌকাটি এগোতে শুরু করার পর দেখা যায় ঢেউও আছড়ে পড়ল তাঁদের খুব কাছেই। কয়েক সেকেন্ডের তফাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দুই তরুণ।
এই ভিডিয়োটি গত বছরের নভেম্বরে ‘লুকাসফিঙ্ক’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। সুবিশাল জলরাশি আছড়ে পড়ার দৃশ্য দেখে আঁতকে উঠেছেন দর্শকেরা। ৪০ লক্ষেরও বেশি সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।