ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তাঘাটে দুই ষাঁড়ের মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের দৃশ্য হামেশাই চোখে পড়ে। খ্যাপা ষাঁড়ের সামনে পড়লে প্রাণ বাঁচানো খুব মুশকিল। তেড়ে এসে শিং দিয়ে গুঁতিয়ে কোথায় যে তুলে ফেলবে তা বোঝা দায়। সেই রকমই একটি দৃশ্যের ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এক তরুণের উপর অতর্কিতে হামলা চালায় এক ষাঁড়। শিঙে করে শূন্যে তুলে দেয় যুবককে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সিসিটিভিতে পাওয়া সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, সেই অবস্থান ভিডিয়োয় সুস্পষ্ট নয়।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ফাঁকা রাস্তায় তরুণের দিকে প্রবল গতিতে তেড়ে আসছে ষাঁড়টি। শিঙের গুঁতোয় তাকে বার বার শূন্যে তুলে আছাড় মারতে দেখা গিয়েছে প্রাণীটিকে। আশপাশ জনশূন্য থাকায় ওই তরুণকে সাহায্য করার মতো কাউকে পাওয়া যায়নি। ষাঁড়টি প্রবল আক্রোশে শেষ বারের মতো গুঁতো মেরে তরুণকে শূন্যে ছুড়ে দিতেই তিনি দাঁড়িয়ে থাকা একটি গাড়ির নীচে ঢুকে পড়েন। তাতেও আক্রমণ থামাতে চায়নি ক্ষিপ্ত ষাঁড়টি। গাড়ির নীচে মাথা ঢুকিয়ে গুঁতোনোর চেষ্টা করে চলে। তরুণ গাড়ির নীচে লুকিয়ে কোনওমতে প্রাণ বাঁচান। ধীরে ধীরে গাড়ির নীচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে দেখে উল্টো দিকে দৌড় দেয় প্রাণীটি। ষাঁড়ের গুঁতোয় আহত তরুণকে খোঁড়াতে খোঁড়াতে চলে যেতে দেখা গিয়েছে ভিডিয়োর শেষে।
ভিডিয়োটি ‘শকিং সিসিটিভি মোমেন্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ৩১ মার্চ পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ১০ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে। দশ হাজার মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘গাড়িটির জন্য প্রাণ বাঁচাতে পেরেছেন তরুণ।’’