viral video

মুহূর্তের অসাবধানতায় চলন্ত ট্রেনের নীচে পড়ল পোষ্য, রক্ষা অলৌকিক ভাবে! শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে

নীল টি-শার্ট এবং জিন্‌স পরা এক ব্যক্তি কুকুরটির গলার দড়ি হাতে ধরে চলন্ত রাজধানীতে ওঠার চেষ্টা করছেন। তাঁর এক হাতে ছিল পোষ্য গোল্ডেন রিট্রিভারের গলার দড়ি, অন্য হাতে ট্রেনের হাতল ধরে কামরায় ওঠার জন্য কসরত করতে থাকেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৮:২৯
Share:
A pet dog was dragged by a moving train

ছবি: সংগৃহীত।

চলন্ত ট্রেনের কামরায় ওঠার চেষ্টা করতে গিয়ে পোষ্যকে মৃত্যুমুখে ঠেলে দিলেন এক ব্যক্তি। রাজধানী এক্সপ্রেসে ওঠার সময় কুকুরটির গলার দড়ি ধরে টানতে গিয়ে তাকে ট্রেনের নীচে ফেলে দিলেন কুকুরের মালিক। ট্রেন ধরার সময়ে অবহেলা করে গলার রশিটি ধরে ছিলেন তিনি, ফলে কুকুরটি ও তিনি কেউই টাল সামলাতে পারেনি। শিউরে ওঠার মতো ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে ঝাঁসি স্টেশনে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নীল টি-শার্ট এবং জিন্‌স পরা এক ব্যক্তি কুকুরটির গলার দড়ি হাতে ধরে চলন্ত রাজধানীতে ওঠার চেষ্টা করছেন। তাঁর এক হাতে ছিল পোষ্য গোল্ডেন রিট্রিভারের গলার দড়ি, অন্য হাতে ট্রেনের হাতল ধরে কামরায় ওঠার জন্য কসরত করতে থাকেন তিনি। ট্রেনের গতি বেড়ে যাওয়ায় হাত ফস্কে যায় তাঁর। ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে প্ল্যাটফর্মে দৌড়তে গিয়ে পা পিছলে হতভাগ্য কুকুরটি চলন্ত ট্রেনের নীচে পড়ে যায়। কুকুরকে পড়ে যেতে দেখে খানিকটা হতবুদ্ধি হয়ে যান ওই ব্যক্তি। পোষ্যকে উদ্‌ভ্রান্তের মতো খুঁজতে থাকেন।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কুকুরটি অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গিয়েছে। ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া ভিডিয়োটি পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মালিকের দায়িত্বজ্ঞানহীন আচরণের নিন্দা করেছেন। একে নিছক অবহেলা বলেও অভিহিত করেছেন। কুকুরের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অনেকেই। ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement