ছবি: এক্স থেকে নেওয়া।
তিনি যেখানে থাকেন, তাঁর অফিস সেখান থেকে অনেক নীচে। কর্মক্ষেত্রে যেতে রীতিমতো ‘পাতালে’ প্রবেশ করতে হয় যুবককে! কী ভাবে? ভিডিয়োর করে দেখালেন চিনের এক যুবক। ওই যুবকের অফিস যাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, চংকিং শহরে নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে একটু এগোনোর পরেই একটি সিঁড়ির কাছে এসে দাঁড়ান এক চিনা যুবক। সামনেই রাস্তা কেটে সিঁড়ি বানানো রয়েছে। অনেকগুলি সিঁড়ি ভেঙে নীচে নামেন তিনি। এ রকম ভাবে একাধিক সিঁড়ি দিয়ে নীচে নামার পর ভূগর্ভস্থ পথে প্রবেশ করেন। সেখান থেকেও স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে অনেকটা নীচে নামেন। সেখান থেকে বড় রাস্তায় বেরিয়ে একটি বাড়িতে ঢোকেন। সেই বাড়িতেও তিন ধাপ সিঁড়ি ভেঙে অফিসে পৌঁছন। কিন্তু অফিসে গিয়ে কাউকে তিনি দেখতে পাননি। আর কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, পাহাড়ি ভূখণ্ড এবং ভৌগোলিক কারণে চিনের বহু রাস্তায় এই ধরনের সিঁড়ি দেখতে পাওয়া যায়। চংকিং শহরেও এই ধরনের রাস্তা কেটে সিঁড়ি বানানো রয়েছে বহু জায়গায়।
ওই চিনা যুবকের ভিডিয়োটি সমাজমাধ্যমে বহু মানুষ দেখেছেন ইতিমধ্যেই। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মনে হচ্ছে চিনের এই ভাই পাতালে গিয়ে অফিস করেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ ভাবে অফিস যেতে মজাই লাগবে। কিন্তু এত সিঁড়ি ভেঙে ফিরব কী করে?’’