Viral Video

সলমন-গোবিন্দের গানে নেচে আগুন ঝরালেন পিতা-পুত্র! বাবাকেই তারকা বলল নেটদুনিয়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে সলমন খান এবং গোবিন্দ অভিনীত ‘পার্টনার’ ছবির ‘সোনি দে নখরে’ গান বাজছে। সেই গানেই নাচতে মঞ্চে উঠেছেন পিতা এবং পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১১:৪৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পুরোদমে চলছে বিয়ের মরসুম। সঙ্গে চলছে খাওয়াদাওয়া, নাচগান। অবাঙালিদের মধ্যে বিয়ের আগের রাতে সঙ্গীত অনুষ্ঠানের চল রয়েছে। সেই রীতি এখন কিছু বাঙালি পরিবারেরও পৌঁছেছে। সে রকমই এক সঙ্গীত অনুষ্ঠানের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় হিন্দি গানে নিখুঁত ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে পিতা-পুত্র জুটিকে। তাঁরা হাততালিও কুড়িয়েছেন বিস্তর। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে সলমন খান এবং গোবিন্দ অভিনীত ‘পার্টনার’ ছবির ‘সোনি দে নখরে’ গান বাজছে। সেই গানেই নাচতে মঞ্চে উঠেছেন পিতা এবং পুত্র। দু’জনের শরীরেই কালো পাঠানি কুর্তা-পাজামা, চোখে কালো চশমা। সিনেমায় সলমন এবং গোবিন্দ যে ভাবে নেচেছিলেন, ঠিক সে ভাবেই নাচতে শুরু করেন তাঁরা। সঙ্গে সঙ্গে হুল্লোড় পড়ে যায়। হাততালি দিতে থাকেন উপস্থিত অতিথিরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পিতা-পুত্র জুটির নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, “বাবা এবং ছেলের কী নাচ! নেচে আগুন ঝরালেন।’’ দ্বিতীয় জন আবার লিখেছেন, ‘‘বাবাই হলেন আসল তারকা। ছেলে তার ধারেকাছে নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement