binge eating for war

সেনায় যেতে অনীহা, দ্বিগুণ খাবার খেয়ে ওজন বাড়ানোর ফন্দি ফাঁস! জেলবন্দি যুবক

সামরিক প্রশিক্ষণে শারীরিক পরীক্ষার আগে অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে নেন ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১২:৪৭
Share:

—প্রতীকী ছবি।

সেনাবাহিনীতে যাওয়া ঠেকাতে অভিনব উপায় বার করেছিলেন বছর ছাব্বিশের যুবক। খাবারের পরিমাণ বাড়িয়ে নিজেকে স্থূলকায় করে তুলতে চেয়েছিলেন তিনি। সেই ফন্দি ধরা পড়তে এক বছরের কারাবাস জুটল কপালে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার ওই যুবকের নাম শং (নাম পরিবর্তিত)। ইচ্ছাকৃত ভাবে বেশি খাওয়ার অপরাধে শংকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সামরিক প্রশিক্ষণে শারীরিক পরীক্ষার আগে তিন-চার মাস অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে নেন ওই কোরীয় যুবক। ফলে তাঁর ওজন ১০২ কেজিতে দাঁড়ায়। সে কারণে তাঁকে বাহিনীতে থাকার জন্য অযোগ্য বলে বিবেচিত করতে বাধ্য হন সে দেশের সামরিক কর্তারা।

দ্রুত ওজন বাড়াতে শং ইনস্ট্যান্ট নুডলস, পিৎজ়া এবং চিকেন ভাজা-সহ প্রচুর পরিমাণে খাবার খেয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগে বলা হয়েছে, শং মাত্র তিন মাসে ২৪ কেজি ওজন বৃদ্ধি করে ফেলেন। সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়ার অনীহা থেকেই তিনি এই উপায়টি বার করেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সি কোরীয় যুবকদের কমপক্ষে ১৮ মাস সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। এই নীতির মূলে রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। এর অন্যথা হলে শাস্তি অনিবার্য।

Advertisement

দিন কয়েকের মধ্যেই শেংয়ের ফন্দি ধরা পড়ে যায়। তাঁর বিরুদ্ধে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টার অভিযোগ আনা হয়। দৈনিক খাবারের পরিমাণ দ্বিগুণ করতে শংকে যিনি সাহায্য করেছিলেন তাঁর ছয় মাসের জেল হয়েছে। আদালতে সেই ব্যক্তির দাবি ছিল, তিনি শংকে মজার ছলেই ওজন বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। শং যে তাঁর এই পরামর্শে গুরত্ব দেবে তা বুঝতে পারেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement