Viral Video

‘মাধ্যাকর্ষণকে হারাতে এক আঙুলই যথেষ্ট’, কাঁটাচামচ নিয়ে মাস্কের ভিডিয়ো দেখে বলছেন নেটাগরিকেরা

এমন ভাবে তিনটি চামচ জুড়ে রয়েছে যে, ইলন এক আঙুল দিয়ে তিনটি চামচের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন। এ দিক-ও দিক আঙুল সরালেও চামচগুলি পড়ে যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১১:৩৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সামনে প্রেসিডেন্ট বসে রয়েছেন তো কী! টেসলা-কর্তা ইলন মাস্ক ব্যস্ত রয়েছেন ‘খেলনাপাতি’ নিয়ে। সম্প্রতি এক সমাবেশে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ইলনকে। সেই সমাবেশে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্পের সামনেই এক খাবার টেবিলে বসেছিলেন ইলন। কিন্তু তাঁর মন ছিল অন্য দিকে। টেবিল থেকে নেওয়া দু’টি চামচের সঙ্গে একটি কাঁটাচামচ জুড়ে দিয়ে তা এক আঙুলে তুলে নিয়েছিলেন ইলন। তিনটি চামচের ভারসাম্য এক আঙুল দিয়ে ধরে রেখেছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এসএমএক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খাবার টেবিলে বসে চামচ নিয়ে খেলা করছেন ইলন। একটি কাঁটাচামচের সঙ্গে দু’টি চামচ জুড়ে ফেলেছেন তিনি। এমন ভাবে তিনটি চামচ জুড়ে রয়েছে যে, ইলন এক আঙুল দিয়ে তিনটি চামচের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন।

এ দিক-ও দিক আঙুল সরালেও চামচগুলি পড়ে যাচ্ছে না। ইলনের সামনেই বসেছিলেন ট্রাম্প। অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু প্রেসিডেন্টের আলোচনায় অংশগ্রহণ করতে দেখা যায়নি ইলনকে। বরং চামচ নিয়ে এক আঙুলে ভারসাম্য নিয়ন্ত্রণ করার দিকেই মনোনিবেশ করেছিলেন তিনি। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে নেটাগরিকদের একাংশ হাসতে শুরু করেন। এক জন মজা করে মন্তব্য করেন , ‘‘মাধ্যাকর্ষণ শক্তিকে হারিয়ে ফেলতে ইলন মাস্কের এক আঙুলের ইশারাই যথেষ্ট।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement