ছবি: এক্স থেকে নেওয়া।
বাইক চালিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন যুবক। গতিবেগও ছিল সীমার মধ্যেই। তবে কুপোকাত হলেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শিবের বাহনের আচমকা গুঁতোয়। শূন্যে উঠে মাটিতে পড়ে গেলেন তিনি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর ১৬-র সুপারটেক অক্সফোর্ড স্কোয়ারের কাছে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ডান দিক দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক যুবক। সামনের রাস্তা ফাঁকা। বাইকের গতি সীমিত। যুবকের ঠিক পিছনেই একটি গাড়ি। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ষাঁড় হঠাৎই ধাক্কা মারে যুবকের বাইকে। ষাঁড়ের গুঁতোয় শূন্যে উঠে মাটিতে পড়ে যান যুবক। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা তাঁকে ধরাধরি করে তোলেন। পুরো দৃশ্যটি বাইকের পিছনে আসা গাড়ি থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। অনেকে অনেক মজার মন্তব্য করলেও নেটাগরিকদের একাংশ নয়ডার বিভিন্ন রাস্তার ধারে এ ভাবে ষাঁড়েদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। প্রশাসনের হস্তক্ষেপের দাবিও তুলেছেন কেউ কেউ।