ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সোফায় বসে বসে আঙুল চুষছে আর ড্যাব ড্যাব করে এ দিক ও দিক চাইছে। হাত বাড়িয়ে দিলে আবার বেয়ে উঠেও আসছে। জামা-প্যান্ট পরা ছোট্ট এক বাঁদরছানার মন ভাল করা একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘মাঙ্কি_বেবি_কিকি’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতের তালুর আকারের একটি বাঁদরছানা সোফার উপর বসে আপন মনে আঙুল চুষে চলেছে। পরনে তার সাদা রঙের জামা-প্যান্ট। হাত বাড়াতেই আবার আঙুল বেয়ে উপরে উঠে আসছে বাঁদরছানাটি। জড়িয়ে ধরে হাতের তালুর উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছে সে। বিশ্রামের মাঝে আবার ড্যাব ড্যাব করে এ দিক ও দিক চেয়ে কোথায় কী হচ্ছে তা দেখে নিচ্ছে, হাইও তুলছে।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। কেউ ভালবাসা জানিয়েছেন, কেউ বলেছেন, ‘‘বাঁদরটি খুব মিষ্টি।’’ যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাঁদরছানাটির ক্রিয়াকলাপের ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেটির অনুগামী সংখ্যা সওয়া ছ’লক্ষেরও বেশি।