viral video of tiger

বিশাল জোড়া কালো প্রাণী দেখে ভয়ে জুজু! লেজ গুটিয়ে দৌড় দিল বনের রাজা, রইল ভিডিয়ো

মধ্যপ্রদেশের সাতপুরা সেই অভয়ারণ্যে তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে এক জোড়া ভালুককে দেখে নিজের রাস্তা পরিবর্তন করে নিয়েছে শার্দূলটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৩
Share:

জঙ্গলের রাজত্বে বাঘকে এড়িয়ে চলে সব জন্তুই। বনের রাজা সিংহের পরই বাঘের স্থান। তবে, বাঘও ভয় পায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যাতে বাঘকে ভয় পেতে দেখা গিয়েছে। জঙ্গলে এমন একটি প্রাণীর মুখোমুখি হয়েছে, যাকে দেখে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ বলে উল্টো দিকে দৌড় দিতে দেখা গিয়েছে একটি বাঘকে। মধ্যপ্রদেশের সাতপুরা অভয়ারণ্যে তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে এক জোড়া ভালুককে দেখে রাস্তা পরিবর্তন করে নিয়েছে শার্দূলটি। সাতপুরা টাইগার রিজ়ার্ভে বেড়াতে আসা একদল পর্যটকের ক্যামেরায় বন্দি হয়েছে ঘটনাটি। গত শনিবার সন্ধ্যার দিকে জঙ্গলে ভ্রমণের সময় কয়েক জন পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত ঘটনাটি। ভিডিয়োটি এক্স সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় একটি বাঘকে বনের রাস্তা দিয়ে দুলকি চালে হেঁটে যেতে দেখা গিয়েছে। খানিকটা পথ গিয়ে কিছু একটা দেখেই বাঘটি থমকে দাঁড়িয়ে পড়ে। সেই দিকে ক্যামেরা তাক করতেই দেখা যায় দু’টি বড়সড় ভালুক দাঁড়িয়ে রয়েছে একটি গাছের নীচে। বাঘকে হেঁটে আসতে দেখে জোড়া ভালুক বাঘের দিকে এগিয়ে আসে। ভালুক দু’টিকে তার দিকে এগোতে দেখে লেজ গুটিয়ে রাস্তা পরিবর্তন করে ফেলে বাঘবাবাজি। যে দিকে পর্যটকদের গাড়ি ছিল সেই দিকেই দৌড়ে পালিয়ে যায় বাঘটি। খানিকটা দূরে পালিয়ে এসেও নিশ্চিন্ত হতে পারেনি বাঘটি। ভালুকেরা পিছু নিয়েছে কি না তা দেখার জন্যে বেশ কয়েক বার পিছনে ফিরে ফিরে দেখতে থাকে সে। এ দিকে বাঘকে জিপের পিছু পিছু আসতে দেখে পর্যটকরাও ঘাবড়ে যান। জিপের চালকও গাড়ি নিয়ে পিছু হটতে থাকেন। পরে বাঘটি ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement