Celebrity Disaster

বলিউডে একের পর এক অঘটন! এ বার ছাদের অংশ ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর, জ্যাকি ভাগনানি

জানা গিয়েছে, অর্জুন কপূর, ভূমি পেডনেকর ইম্পেরিয়াল প্যালেসে আগামী ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের শুটিং করছিলেন। তখনই ঘটে অঘটন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৩১
Share:

ছাদের অংশ ভেঙে পড়ায় জখম অর্জুন কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডে একের পর এক অঘটন ঘটেই চলেছে। নতুন বছর শুরু হতে না হতেই তারকাদের জীবনে ঘটছে নানা বিপত্তি, জেরবার মায়ানগরী। সইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও টাটকা। এর মধ্যেই জানা গিয়েছে, ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর।

Advertisement

সূত্রের খবর, অর্জুন ও ভূমি মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। তখনই ভেঙে পড়ে ছাদের চাঙড়। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজ়িজ়।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই বিপত্তি। তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির বাকি কলাকুশলীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। যেমন, অশোক নিজে কনুই এবং মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়, এ কথাও জানিয়েছেন তিনি।

Advertisement

অশোকের কথার পুনরাবৃত্তি আর এক প্রত্যক্ষদর্শীর কথাতেও। গানটির নৃত্য পরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা মনিটর করছিলাম। হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে, পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরোটা আমাদের উপর পড়লে আঘাত গুরুতর হত।” ঘটনাটি ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে চিঠি লিখে জানিয়েছেন অশোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement