Viral Video

পোশাকের বদলে শরীরে জড়ানো পাউরুটি, তা নিয়েই নাচছেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রংচঙে চুড়িদার পরে বসে রয়েছেন এক তরুণী। তাঁর সামনে এক ঝুড়ি পাউরুটি। তার থেকে একটি পাউরুটি নিয়ে খেতে শুরু করেন তিনি। এর পর বাকিগুলি নেড়েচেড়়ে দেখেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পোশাকের বদলে সারা শরীরে জড়ানো রয়েছে পাউরুটি। আর সেই পাউরুটির পোশাকেই নাচছেন এক তরুণী। রিল বানাচ্ছেন অঙ্গভঙ্গি করে। এমন এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রংচঙে চুড়িদার পরে বসে রয়েছেন এক তরুণী। তাঁর সামনে এক ঝুড়ি পাউরুটি। তার থেকে একটি পাউরুটি নিয়ে খেতে শুরু করেন তিনি। এর পর বাকিগুলি নেড়েচেড়়ে দেখেন। খানিক ক্ষণ বাদে সেই পাউরুটি দিয়েই পোশাক তৈরি করে পরতে দেখা যায় তাঁকে। কাপড়ের তৈরি পোশাকের বদলে পাউরুটির পোশাক পরে নাচতে শুরু করেন মৃদু ছন্দে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন সোনপাল শর্মা নামে এক জন ‘কন্টেন্ট ক্রিয়েটর’। ১২ ডিসেম্বর পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। তিন লক্ষের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। কেউ কেউ আবার ওই তরুণীকে ‘উরফি জাভেদের বোন’ তকমা দিয়েছেন। নিন্দাও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রিল তৈরির জন্য এ ভাবে খাবার নষ্ট কোরো না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement