Mumbai Local

নগ্ন হয়ে লোকাল ট্রেনের মহিলা কামরায় চড়লেন যুবক, হাত তুলে দিলেন উপরে, হইচই মুম্বইয়ে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সিএসএমটি-কল্যাণ ফাস্ট এসি লোকালের ভিড়ে ঠাসা মহিলা কামরা। ট্রেনটি ঘাটকোপার স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা নিজেদের মধ্যে গল্পগুজব করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:২২
Share:
Man enters inappropriately in ladies compartment of a local train in Mumbai, police takes action

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শরীরে একটি সুতোও নেই। সেই অবস্থাতেই লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে পড়লেন এক যুবক! নগ্ন অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গিও করলেন। চাঞ্চল্যকর সেই ঘটনা ঘটেছে মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে। সোমবার বিকেল ৪টে নাগাদ সিএসএমটি-কল্যাণ ফাস্ট এসি লোকালের মহিলা কামরায় নগ্ন অবস্থায় উঠে পড়েন এক যুবক। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায় কামরায় থাকা যাত্রীদের মধ্যে। পরে টিকিট পরীক্ষক এসে তাঁকে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামিয়ে দেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সিএসএমটি-কল্যাণ ফাস্ট এসি লোকালের ভিড়ে ঠাসা মহিলা কামরা। ট্রেনটি ঘাটকোপার স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। এমন সময় হঠাৎ ওই মহিলা কামরায় আবির্ভাব হয় এক যুবকের। সম্পূর্ণ অনাবৃত শরীরে মহিলা কামরায় ঢুকে পড়েন তিনি। নগ্ন অবস্থাতেই হাত তুলে দাঁড়িয়ে পড়েন। বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন। আতঙ্কিত যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। জানলা দিয়ে আরপিএফ জওয়ানদের ডাকতে থাকেন। এমন সময় এক টিকিট পরীক্ষক আসেন। ধাক্কা দিয়ে ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ন্যায় সংহিতার ২৯৬ ধারা এবং রেল আইনের ১৬২ ধারায় মামলা রুজু হয়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবককে খুঁজে বার করতে আরপিএফ এবং জিআরপির একটি যৌথ দলও তৈরি করা হয়েছে বলে খবর।

Advertisement

৩২ সেকেন্ডের ভিডিয়োটি লতা আরগাদে নামে এক যাত্রী এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। ভাইরাল সেই ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। মহিলা এক নিত্যযাত্রীর কথায়, “এই প্রথম বার আমরা ট্রেনে সফর করার সময় নিরাপত্তাহীনতায় ভুগছি না। এমন ঘটনা আগেও ঘটেছে। মহিলা কামরায় আরপিএফ মোতায়েন করা প্রয়োজন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement