viral video

বিছানায় ১০ ফুটের অজগর! ঘুম ভাঙতেই পরিত্রাহি চিৎকার তরুণীর, ভিডিয়োর সত্যতা নিয়ে উঠল প্রশ্ন

ঘুম ভাঙতেই দেখলেন তাঁর বিছানায় ঘুরে বেড়াচ্ছে এমন একটি বিশাল আকারের সাপ, যা দেখলে রক্ত হিম হয়ে যেতে বাধ্য। সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১০:৪০
Share:
massive python casually lying on bed

—প্রতীকী ছবি।

সদ্য ভেঙেছে ঘুম। বিছানা ছেড়ে ওঠার আগেই চোখ খুলে এক তরুণী এমন একটি দৃশ্য দেখলেন, যাতে তাঁর আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। ঘুম ভাঙতেই দেখলেন তাঁর বিছানায় ঘুরে বেড়াচ্ছে এমন একটি বিশাল আকারের সাপ, যা দেখলে রক্ত হিম হয়ে যেতে বাধ্য। তরুণীর গায়ের উপর ঘুরে বেড়াচ্ছে ১০ ফুটের এক প্রকাণ্ড অজগর। সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠেন তরুণী। সেই ঘটনারই ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘নেচার ইজ় অ্যামে‌জ়িং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে ঘুমোচ্ছেন এক তরুণী। হঠাৎ করেই পিঠের উপর ভারী কিছুর নড়াচড়া টের পান তিনি। চোখ খুলে ঘাড় ঘুরিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। বিশাল সাপটিকে দেহের উপর ঘোরাফেরা করতে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। সাহায্যের জন্য আর্তি জানান। ধীরে ধীরে সাপটি তরুণীর দেহ থেকে এঁকেবেঁকে নেমে যেতেই তিনি ধড়ফড় করে উঠে দাঁড়ান।

মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিয়োটি ১৭ মার্চ পোস্ট করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ১০ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে ভিডিয়োয়। বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন, সাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, বিশাল সাপটি আসলে তরুণীর পোষা। সমাজমাধ্যমে নজর কাড়তে তিনি ভয় পাওয়ার অভিনয় করছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটি বিষাক্ত নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যদি আমার ঘরে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি একটি অজগরের শব্দ শুনেও ঘুম ভেঙে যায়, তা হলে আমি কী করব তা নিশ্চিত নই!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement