Blast At Maharashtra's Mosque

ইদের ঠিক আগের দিন মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ! বীড় জেলা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত

জিলেটিন স্টিক ব্যবহার করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। দুই অভিযুক্তকে কিছু ক্ষণ বাদেই ধরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে হতাহত কেউ হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইদের ঠিক আগের দিন বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের একটি মসজিদ। রবিবার ঘটনাটি ঘটেছে বীড় জেলায়। বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যে দুই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। তাঁরা স্থানীয় বাসিন্দা বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার আচমকা কেঁপে ওঠে বীড়ের মসজিদ চত্বর। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শুরু হয় হুড়োহুড়ি। জানা যায়, জিলেটিন স্টিক ব্যবহার করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। দুই অভিযুক্তকে কিছু ক্ষণ বাদেই ধরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে হতাহত কেউ হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, এক ব্যক্তি মসজিদের পিছনের একটি ফটক দিয়ে ভিতরে ঢুকেছিলেন। তার পরেই বিস্ফোরণ হয়। মনে করা হচ্ছে, ওই ব্যক্তিই জিলেটিন স্টিক রাখেন মসজিদে। বিস্ফোরণে মসজিদের অভ্যন্তরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ খসে গিয়েছে।

Advertisement

গ্রামের মোড়ল মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, বিস্ফোরণের সময় আনুমানিক ভোর ৪টে। বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো গ্রামে এখন পুলিশি টহলদারি চলছে। বসেছে পুলিশ পিকেট। বাসিন্দাদের আতঙ্কিত হতে বারণ করছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে দিকেও কড়া নজর রেখেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement