Ice cream

স্তন্যদুগ্ধের স্বাদ কেমন? গ্রাহকদের কৌতূহল মেটাতে ‘ব্রেস্ট মিল্ক আইসক্রিম’ তৈরি করবে মার্কিন সংস্থা

একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে গোপনে অনেকেই মাতৃদুগ্ধের স্বাদ কেমন হয় তা আস্বাদ করতে চান। তাই তাদের কৌতূহল নিরসন করতে ব্র্যান্ডটি এই বিশেষ স্বাদের আইসক্রিম তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:৪৪
Share:
breast milk-flavoured ice cream

ছবি: সংগৃহীত।

স্ট্রবেরি, ভ্যানিলা, চকোলেট নয়। নতুন এক স্বাদের আইসক্রিমের প্রচলন করতে চলেছে একটি সংস্থা। স্তন্যদুগ্ধের স্বাদের আইসক্রিম! আমেরিকার একটি জনপ্রিয় শিশুপণ্যের ব্র্যান্ড ‘ফ্রিডা’ ঘোষণা করেছে যে, তারা স্তন্যদুগ্ধের স্বাদযুক্ত আইসক্রিম বাজারে আনবে। ঘোষণার তারিখ থেকে ঠিক নয় মাস অপেক্ষা করতে হবে গ্রাহককে। ঠিক যেমন গর্ভের শিশুর পৃথিবীর আলো দেখতে নয় মাস সময় লাগে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে গোপনে গোপনে অনেকেই মাতৃদুগ্ধের স্বাদ কেমন হয় তা বুঝতে চান। তাই তাঁদের কৌতূহল নিরসন করতে ব্র্যান্ডটি এই বিশেষ স্বাদের আইসক্রিম তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement


বিপণন কৌশল দেখে মনে হতে পারে ফ্রিডা আসল স্তন্যদুগ্ধ দিয়ে তৈরি আইসক্রিম বাজারে আনতে চলেছে। কিন্তু বাস্তবে তেমনটা নয়। আসল স্তন্যদুগ্ধের তৈরি খাবার বিক্রি করার অনুমোদন আমেরিকায় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা দেয় না। তাই ব্র্যান্ডটি জানিয়েছে, আইসক্রিমটি স্তন্যদুগ্ধের স্বাদের অনুকরণে তৈরি করা হবে। এতে বেশ কিছু পুষ্টি উপাদান থাকবে এবং এর স্বাদ মিষ্টি ও বাদামের মতো হতে পারে। সঙ্গে সামান্য নোনতা স্বাদও থাকতে পারে। ব্র্যান্ডটি গ্রাহকদের তাদের ওয়েবসাইট থেকে এই অর্ডার করার জন্য অনুরোধ করেছে।

Advertisement

ব্র্যান্ডের ইনস্টাগ্রামের পাতায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। পোস্টটি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা মজার মজার প্রতিক্রিয়া দিয়েছেন। নেটাগরিকদের একাংশ দাবি করেছেন যে এটি সম্ভবত ব্র্যান্ডের এপ্রিল ফুলের মজার কোনও বিপণন কৌশল। ‘‘আমার মনে হয় এপ্রিল ফুলের দিনে এটি ঘোষণা করা উচিত ছিল’’, এক জন ব্যবহারকারী লিখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement