ছবি: এক্স থেকে নেওয়া।
চিমটে দিয়ে ইউটিউবার পেটানোর পর এ বার সাংবাদিককে চড়। মহাকুম্ভের এই সাধুবাবা জড়িয়ে পড়ছেন একের পর এক বিতর্কে। একের পর এক প্রশ্ন করায় খেপে গিয়ে এক তরুণকে চিমটে দিয়ে মারার ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর আবার সংবাদের শিরোনামে সাধু। ভাইরাল হওয়া আরও এক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক সাংবাদিকের উপর চড়াও হয়েছেন তিনি। সাক্ষাৎকার নেওয়ার সময়ই হঠাৎ করেই সাংবাদিককে চড় মেরে বসেন সাধু। ‘ঘর কা কালেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই হাতাহাতির ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। অভিমন্যু সিংহ নামের এক সাংবাদিক সাধুর আখড়ায় ভিডিয়ো করতে গিয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হন।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাংবাদিক বুম নিয়ে দর্শকের উদ্দেশে কিছু বলতেই তাঁর গালে সপাটে চড় মারেন সাধু। তার পর ক্যামেরা বন্ধ হচ্ছে না দেখে এগিয়ে এসে সাংবাদিকের উপর চড়াও হন তিনি। ক্যামেরা তাঁর দিকে ঘুরতেই তিনি সাংবাদিককে ঠেলতে ঠেলতে আখড়া থেকে বার করে দেন। তার পর সাংবাদিকের হাতের বুম কেড়ে নিয়ে বলতে থাকেন, ‘‘এরাই সাধুসন্তদের বদনাম ছড়াচ্ছেন। স্থানীয় সাংবাদিকদের এখান থেকে সরিয়ে দেওয়া দরকার।’’ এর পর আবার আচমকাই তিনি অভিমন্যুকে আরও একটি চড় কষিয়ে দেন। ভিডিয়োটি ২০ জানুয়ারি সকালে পোস্ট করার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কয়েক ঘণ্টার মধ্যেই ২৪ হাজার বার দেখা হয়েছে এটি।
এই সাধুর ভাইরাল হওয়া প্রথম ভিডিয়োয় দেখা গিয়েছিল সাধুর তাঁবুতে বসে তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সমাজমাধ্যম প্রভাবী। তাঁকে পর পর কয়েকটি প্রশ্ন করার পর সেই সাধু হঠাৎ করেই খেপে গিয়ে উঠে দাঁড়ান। হাতের সামনে রাখা চিমটে দিয়ে কয়েক ঘা দিয়ে দেন ওই ইউটিউবারকে। সাধুর মারমূর্তি দেখে পড়িমরি করে ছুটে তাঁবু থেকে বেরিয়ে যান ইউটিউবার।