viral video

‘চিনের গন্ধ এত খারাপ কেন?’ পাক চিকিৎসকের মন্তব্যে নিন্দার ঝড়, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়ো বলছে তিনি বর্তমানে চিনেরই বাসিন্দা। তিনি একটি ভিডিয়োয় দাবি তুলেছেন চিনে প্রথমবার পা দেওয়ামাত্রই গন্ধের কারণে অস্বস্তিতে পড়েন, যা তাঁর কাছে অসহ্য মনে হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৯:৩৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

চিনে পা দিলেই বমি উঠে আসে, চিনের সমস্ত জায়গা প্রচণ্ড দুর্গন্ধময়। পাকিস্তানের এক তরুণ চিকিৎসক ও বিষয়বস্তু নির্মাতার এ হেন দাবি ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। ফানি নামের সেই চিকিৎসক তাঁর একটি ভিডিয়োয় চিন ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন। তাঁর এই দাবি নেটমাধ্যমে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে। ফানির ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়ো বলছে তিনি বর্তমানে চিনেরই বাসিন্দা। তিনি একটি ভিডিয়োয় দাবি তুলেছেন চিনে প্রথমবার পা দেওয়ামাত্রই গন্ধের কারণে অস্বস্তিতে পড়েন, যা তাঁর কাছে অসহ্য মনে হয়েছিল। তিনি দুবাই থেকে চিনের জন্য বিমান ধরেছিলেন। সেখানে পা দেওয়ামাত্রই দু্র্গন্ধের সঙ্গে তাকে সেই দেশটি অভ্যর্থনা করে বলে জানিয়েছেন ফানি নামের এই তরুণ চিকিৎসক ।

Advertisement

সে দেশে থাকার পর অবশ্য এই গন্ধে তিনি অভ্যস্ত হয়েছিলেন বলে পরে জানিয়েছেন ফানি। তিনি আরও উল্লেখ করেছেন যে অপ্রীতিকর গন্ধের বিষয়টি শুধু একা চিনের জন্য প্রযোজ্য নয়, ইউরোপের অনেক দেশেই তিনি অনুরূপ অভিজ্ঞতার শিকার হয়েছেন। ফানির ভিডিয়োর এই মন্তব্য নিয়ে প্রচুর প্রতিক্রিয়ার জমা পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। বেশির ভাগ নেটাগরিকেরাই চিকিৎসকের দাবির বিপক্ষে সমালোচনা করেছেন। অনেকেই চিনের স্বাস্থ্যবিধি মানের প্রশংসা করেছেন এবং দেশটির পরিচ্ছন্নতার কথা উল্লেখ করেছেন।

এক জন লিখেছেন, ‘‘আমি বহু বছর ধরে চিনে বাস করছি, কিন্তু আমি কখনওই দুর্গন্ধের সমস্যার মুখোমুখি হইনি। চিনাদের স্বাস্থ্যবিধি খুব ভাল। আমার মনে হয় আপনি নিজের গায়ের গন্ধ পেয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement