ছবি: সংগৃহীত।
ধসে পড়ল ১০০ বছরের পুরনো একটি বাড়ি। উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদে বৃহস্পতিবার সকালে বাড়িটি আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে। চারিদিক ভরে যায় ধুলো ও ধোঁয়ায়। রাস্তা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল একটি কুকুর। বাড়ি চাপা পড়ে মারা যায় সেটি। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
শতাব্দীপ্রাচীন বাড়িটি ভেঙে পড়ার ঠিক সেই মুহূর্তটি কাছের একটি সিসিটিভিতে ধরা পড়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বাড়ির সামনে দিয়ে পর পর যাতায়াত করছে বাইক, সাইকেল। কয়েক জনকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। বাড়ির দু’দিকে বেশ কয়েকটি স্কুটার ও বাইক দাঁড় করিয়ে রাখা ছিল। বাড়িটি যখন ভেঙে পড়ছিল ঠিক তার কয়েক সেকেন্ড আগে সেখানে এসে পড়ে কুকুরটি। বাড়িটি ভাঙতে দেখে ভয় পেয়ে সেটি সামনে চলে আসে। রাস্তার ধারে দৌড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল সে।
দুর্ভাগ্যবশত সেই সময় ইমারতটি পুরোপুরি ধসে পড়ে ও কুকুরটিকে ধুলো-ধোঁয়ার মধ্যে অদৃশ্য হতে দেখা গিয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে কুকুরটি চাপা পড়ে মারা যায়। এক জন সামান্য আহত হয়েছেন। ১০০ বছরের পুরনো ইমারতটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা ধুলোর বিশাল মেঘে ঢেকে যায়। অসহায় কুকুরটি পালানোর চেষ্টা করেও ধ্বংসস্তূপের নীচে করুণ ভাবে চাপা পড়ে যায়। দমকল বিভাগকে ডাকা হয়। স্থানীয় বিধায়ক এবং স্থানীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। এক জন পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই বাড়িটির ১৬ জন মালিক ছিলেন, যাঁরা সকলেই এখন অন্যত্র বসবাস করেন। ভিডিয়োটি এক্স হ্য়ান্ডলে ‘শচীন গুপ্ত’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেটি সমাজমাধ্যমে নজর কেড়েছে।