ছবি: সংগৃহীত।
বিয়ের সমস্ত আনন্দ এক মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। বিয়ের ছবি তোলার সময় রঙিন ধোঁয়া তৈরি করার একটি বোমা ফেটে ভয়ঙ্কর ভাবে পুড়ে গেলেন কনে। বোমাটি ফেটে তাঁর পিঠ ও চুল পুড়ে যায়। কানাডাপ্রবাসী ভিকি এবং পিয়া নামের তরুণ-তরুণী তাঁদের বিয়ের অনুষ্ঠানের জন্য বেঙ্গালুরুতে এসেছিলেন। সেখানেই বসেছিল বিয়ের আসর। ভুল ভাবে রঙিন বোমাটি ফাটানোর ফলে কনে পিয়া আহত হন। বোমাটি এসে সজোরে তাঁর দেহে আঘাত করে। সেই ঘটনারই একটি ভিডিয়ো দম্পতি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাতাই করেনি আনন্দবাজার ডট কম)।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিকি যখন পিয়াকে ছবি তোলার জন্য তুলেছিলেন, তখন বোমাটি রঙিন ধোঁয়া তৈরি না করে সরাসরি কনের শরীরে আঘাত করে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হয়। রঙিন বোমা হল এমন একটি যন্ত্র যা জ্বালানোর সময় রঙিন ধোঁয়া নির্গত হয়। বিবাহ এবং ছবির শুটিংয়ে নাটকীয় পটভূমি তৈরি করতে প্রায়শই এগুলি ব্যবহার করা হয়ে থাকে। ভিডিয়োটি পোস্ট করে দম্পতি লিখেছেন, “পরিকল্পনা ছিল এই সুন্দর রঙিন বোমাগুলি বিস্ফোরিত করে একটি অসাধারণ ছবি নেওয়া হবে। কিন্তু এটি ত্রুটিপূর্ণ ছিল। আমরা আমাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে ছবি তুলতে চেয়েছিলাম।’’
ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কয়েক লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এটা ভীতিকর, কিন্তু আপনি ঠিক এর পাশেই দাঁড়িয়ে আছেন।” আর এক জন লিখেছেন, “আতশবাজির পাশে না দাঁড়ানোটাও একটা সাধারণ জ্ঞানের ব্যাপার।’’