bizarre

২১ বছরে চাকরি, ২৩-এ অবসর! দু’বছর চাকরি করেই আজীবন পেনশন পাবেন রুশ তরুণ

রুশ তরুণ পাভেল স্টেপচেঙ্কো এমন এক বয়সে অবসর নিচ্ছেন যখন বেশির ভাগ মানুষই তাদের চাকরিজীবন শুরু করেন। আরও অবাক করার বিষয় হল তিনি সমস্ত অবসরকালীন সুবিধা ভোগ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৮:৫২
Share:
Young from Russia is retiring at an age of 23

ছবি: সংগৃহীত।

অবসরগ্রহণ সাধারণত বয়সবৃদ্ধির সঙ্গেই সম্পর্কিত। যদিও আজকাল অনেকেই তাড়াতাড়ি অবসর নিতে চান। তবে ৪০ বছর বয়সের আগে তা খুব কমই হয়। বেশ কিছু বছর চাকরি, উপার্জনের পর সাধারণত অবসরের চিন্তাভাবনা শুরু হয়। কিন্তু মাত্র ২৩ বছর বয়সে অবসর নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাশিয়ার এক যুবক।

Advertisement

রুশ তরুণ পাভেল স্টেপচেঙ্কো এমন এক বয়সে অবসর নিচ্ছেন যখন বেশির ভাগ মানুষই তাদের চাকরিজীবন শুরু করেন। আরও অবাক করার বিষয় হল তিনি সমস্ত অবসরকালীন সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে আজীবন পেনশনের সুবিধাও রয়েছে। বিভিন্ন দেশি-বিদেশি সংবাদপত্র্রের শিরোনামে এসেছে এই ঘটনাটি। পাভেলের এই কৃতিত্ব রাশিয়ার জাতীয় রেকর্ডে স্থান করে নিয়েছে। কারণ এর আগে কেউ এত কম বয়সে অবসর নেননি।

‘অডিট সেন্ট্রালে’র একটি প্রতিবেদন অনুসারে তিনি ১৬ বছর বয়সে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। পাঁচ বছর পড়াশোনার পর, ২১ বছর বয়সে তিনি এর একটি বিভাগে চাকরি পান। সেখানে সুনামের সঙ্গে দু’বছর কাজ করেন পাভেল। তার পরই তিনি এই অবসরের সিদ্ধান্ত নেন। কারণ নিয়ম অনুযায়ী চাকরির মেয়াদ দু’বছর সম্পূর্ণ হলে তবেই পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা মেলে। তিনি ২০২৩ সালের নভেম্বরে অবসর গ্রহণের জন্য আবেদন করেছিলেন এবং তাঁর আবেদন অনুমোদিতও হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement