ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ভারতীয় ট্রেনে ভ্রমণ করছিলেন এক বিদেশিনি। তাঁরই ফোনের ক্যামেরায় বন্দি করা ট্রেনের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ল সমাজমাধ্যমে। ট্রেনের জেনারেল কামরার শৌচালয়ের ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন বিদেশিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় একটি ট্রেনের শৌচালয়। তার মধ্যে যত্রতত্র পড়ে রয়েছে নোংরা। শৌচালয়ের দেওয়ালে ময়লা দাগ। কোথাও কোথাও দেওয়ালের চটা উঠে গিয়েছে। অযত্নের ছাপ স্পষ্ট। বেসিনটিও যথেষ্ট অপরিষ্কার। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। আর তা নিয়ে হইচইও পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিদেশিনি উদয়পুর সিটি-জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘পরের বার ভারতে ঘোরার সময় তা হলে আপনি বন্দে ভারতের মতো ভাল ট্রেনে ভ্রমণ করতে পারেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জেনারেল কামরায় আর কী-ই বা আশা করতে পারেন!’’ অনেকেই আবার ভারতীয় রেলকে ট্রেনের শৌচালয় আরও পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন।