হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে নবদম্পতি। —ছবি: সংগৃহীত।
বিয়ে যখন করবেন, তখন সকলকে তাক লাগিয়ে দেবেন। মনে মনে এমনটাই স্বপ্ন বুনেছিলেন তরুণ। সেই স্বপ্ন সত্যিও করলেন তিনি। বিয়ে করতে গেলেন হেলিকপ্টারে চড়ে। আবার আকাশপথেই উড়িয়ে নিয়ে গেলেন নববধূকে। ঠিক যেন রূপকথার সাদা ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র।
ঘটনাটি উত্তরপ্রদেশের বাঘপত জেলার মাভিকলন গ্রামের। পাত্র বীরেন্দ্র পেশায় দুধ ব্যবসায়ী। গাজ়িয়াবাদের ইন্দ্রপুরীর বাসিন্দা তিনি। মাভিকলন গ্রামের প্রতিভাকে বিয়ে করতে যান তিনি। প্রতিভার কাকা সেই গ্রামের প্রধান। নার্সিং নিয়ে পড়াশোনা করেছেন প্রতিভা। হেলিকপ্টারে চেপে প্রতিভাকে বিয়ে করতে যান বীরেন্দ্র। বিয়ে সেরে প্রতিভাকে নিয়ে সেই কপ্টারেই উড়ে যান তিনি।
নতুন বরের এই কাণ্ডকারখানা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। হেলিকপ্টারে চেপে কেউ বিয়ে করতে আসছেন এমন দৃশ্য তাঁদের কাছে নতুন। হেলিকপ্টারের সঙ্গে গ্রামবাসীদের একাংশ ছবিও তোলেন। এই প্রসঙ্গে স্থানীয় এক সংবাদমাধ্যমকে গ্রামপ্রধান জানান, হেলিকপ্টার দেখতে ভিড় হলেও কোনও অশান্তি হয়নি। বিয়ের অনুষ্ঠানও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।