Viral Video

ছেলের বিয়েতে কুড়ি লক্ষের নোটবৃষ্টি পরিবারের! তাড়া তাড়া নোট ওড়াতে আনা হল জেসিবি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে একটি বাড়ি। বাড়ির নীচে একটি ঘোড়ার উপরে রাজবেশে বসে রয়েছেন পাত্র। প্রচুর ভিড় জমা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১০:৩৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়ি। বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে বা়ড়ির ছাদ থেকে তাড়া তাড়া ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট হাওয়ায় উড়িয়ে দিলেন পরিবারের সদস্যরা। এমনকি নোটবৃষ্টি করতে জেসিবি মেশিনও নিয়ে আসা হয়েছিল। সিদ্ধার্থনগরের সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে হইচই ফেলেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে একটি বাড়ি। বাড়ির নীচে একটি ঘোড়ার উপরে রাজবেশে বসে রয়েছেন পাত্র। প্রচুর ভিড় জমা হয়েছে। এমন সময় হঠাৎই বাড়ির ছাদ থেকে তাড়া তাড়া নোট ছুড়তে থাকেন পাত্রের পরিবারের সদস্যেরা। একটি জেসিবি মেশিন থেকেও টাকা ওড়ানো হয়। নোটবৃষ্টি দেখে আরও ঘনীভূত হয় ভিড়। টাকা কুড়োনোর জন্য হইচই পড়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০০, ২০০, ৫০০ টাকা মিলিয়ে মোট ২০ লক্ষ টাকার নোটবৃষ্টি করে পাত্রের পরিবার।

এক্স হ্যান্ডলে পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে ভিডিয়োটি। সম্পত্তির এই রকম প্রদর্শনে বিস্ময় প্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement