Viral History Exam Paper

‘সিপাহি বিদ্রোহের উপর আলোকপাত করো’, প্রশ্ন দেখে উত্তরপত্রে টর্চ আঁকল পরীক্ষার্থী!

লেখার নীচে এঁকেছে একটি টর্চ। সেই টর্চটি এমন ভাবে বাঁকিয়ে আঁকা হয়েছে যে, টর্চ থেকে ঠিকরে ওই লেখার উপর আলো পড়ছে বলে মনে হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৫:২১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ইতিহাস পরীক্ষা চলছে। প্রশ্নপত্রে চোখ বোলাতেই দেখা গেল সিপাহি বিদ্রোহ নিয়ে প্রশ্ন এসেছে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ সম্পর্কে বিস্তারে আলোচনা করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। হিন্দি ভাষায় লেখা রয়েছে সব প্রশ্ন। সেই প্রশ্ন দেখে উত্তরপত্রে জ্বলন্ত টর্চ আঁকল পরীক্ষার্থী। সমাজমাধ্যমে সেই ছবি ঘোরাফেরা করতে শুরু করেছে (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘কিম_তায়েহুং_৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। ইতিহাস প্রশ্নপত্রের ছবি সেটি। প্রশ্নপত্রে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের উপর আলোকপাত করতে বলা হয়েছে। সেই প্রশ্ন দেখে এক পরীক্ষার্থী হিন্দি ভাষায় লিখেছে, ‘১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ’। সেই লেখার নীচে এঁকেছে একটি টর্চ। সেই টর্চটি এমন ভাবে বাঁকিয়ে আঁকা হয়েছে যে, টর্চ থেকে ঠিকরে ওই লেখার উপর আলো পড়ছে বলে মনে হচ্ছে। আঁকার পাশে আবার হিন্দি ভাষায় লেখা, ‘আলোকপাত করলাম।’

দশ নম্বরের এই প্রশ্নের উত্তরে একেবারে গোল্লা পেয়েছে পরীক্ষার্থী। সেই ছবিটি দেখার পর নেটাগরিকদের মধ্যে হাসির রোল উঠেছে। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘পরীক্ষার্থীর ভালই বুদ্ধি দেখছি। একেবারে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement