Viral Video

উরফির ঘাড়ের কাছে ওটা কী! পোশাক দেখে হইচই সমাজমাধ্যমে

কোমর থেকে কিছু একটা পেঁচিয়ে রয়েছে উরফিকে। ঘাড়ের কাছে তার মুখ। চোখ থেকে লাল রঙের আভা ঠিকরে বার হচ্ছে। সমাজমাধ্যমে উরফির এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় হইচই শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন উরফি জাভেদ। ক্যামেরাশিকারিরা ঘিরে ধরেছেন তাঁকে। হঠাৎ পোশাকের উপর নীল রঙের আলো চমকে উঠল। দেখা গেল, কোমর থেকে কিছু একটা পেঁচিয়ে রয়েছে উরফিকে। ঘাড়ের কাছে তার মুখ। চোখ থেকে লাল রঙের আভা ঠিকরে বার হচ্ছে। সমাজমাধ্যমে উরফির এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় হইচই শুরু হয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ইনস্ট্যান্টবলিউড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, উরফি সাদা পোশাক পরে দাঁড়িয়ে পোজ় দিচ্ছেন। হঠাৎ তাঁর পোশাকের মধ্যে এঁকেবেঁকে কিছু একটা যেন নড়ে উঠল। জ্বলে উঠল নীল আলোও। যেন একটি ড্রাগন উরফির কোমর থেকে ঘাড়ে জড়িয়ে রয়েছে।

উরফির ঘাড়ের কাছে ড্রাগনটির মাথা। এ দিক-সে দিক নড়ে যাচ্ছে সেটি। উরফির পোশাক দেখে চমকে যান ক্যামেরাশিকারিরা। এক জন আবার প্রশ্ন করে বসেন, ‘‘আপনার জামায় সাপ নাকি?’’ এই প্রশ্ন শুনে উরফি জানান, সেটি আসলে ড্রাগন। পোশাকে নকশা করে একটি ড্রাগন বসিয়েছেন তিনি। যা নড়াচড়া করছে, আলোও জ্বলছে সেখান থেকে। এর আগেও বহু বার অভিনব পোশাক পরে চমকে দিয়েছেন উরফি। এ বারেও তার অন্যথা হল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement