Viral Video

মোমো খেতে গিয়ে বিপত্তি! তরুণের গলা থেকে সোনার হার নিয়ে চম্পট দুষ্কৃতীদের, রইল ভাইরাল ভিডিয়ো

চালক ছাড়াও বাইকে বসেছিলেন এক জন আরোহী। মোমোর দোকানের সামনে বাইকটি থামিয়ে তার উপর বসে রইলেন বাইকচালক। পিছনের আসন থেকে আরোহী নেমে যান এবং দোকানের সামনে ঘোরাঘুরি করতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুই খুদেকে নিয়ে রাস্তার ধারের এক দোকানে মোমো খেতে গিয়েছিলেন এক তরুণ। মোমো খেতে গিয়েই হল বিপদ। সুযোগ বুঝে তরুণের গলা থেকে সোনার চেন নিয়ে বাইকে চেপে পালিয়ে গেলেন দুই ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার উত্তরপ্রদেশের নয়ডার একটি মোমোর দোকানে রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তরুণের নাম-পরিচয় জানা যায়নি। ‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারের এক দোকানের সামনে দাঁড়িয়ে মোমো খাচ্ছেন এক তরুণ। বেঞ্চে মুখোমুখি বসে মোমো খাচ্ছে দুই কিশোর। তাদের প্লেটের মোমোয় ভাগ বসিয়েছেন সেই তরুণ।

সেই সময় দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল একটি মোটরবাইক। চালক ছাড়াও বাইকে বসেছিলেন এক জন আরোহী। মোমোর দোকানের সামনে বাইকটি থামিয়ে তার উপর বসে রইলেন বাইকচালক। পিছনের আসন থেকে আরোহী নেমে যান এবং দোকানের সামনে ঘোরাঘুরি করতে শুরু করেন। মোমো খেতে খেতে ওই তরুণ এক বার পিছনে ঘুরে তাকান। তার পর আবার মোমো খেতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সুযোগ বুঝে তরুণের গলা থেকে সোনার হার চুরি করে ওই আরোহী দৌড়ে গিয়ে বাইকে বসে যান। আরোহী বসলেই বাইক ছুটিয়ে সেখান থেকে পালিয়ে যান বাইকচালক। বাইকের পিছনে দৌড়ে যান ওই তরুণ। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement