ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাজার মেজাজে পা ছড়িয়ে বসে রয়েছে ‘বনের রাজা’। কিন্তু সেই ফাঁকেও সন্তানের আদরে ফাঁকি পড়ছে না। সিংহের মাথার উপর চেপে রয়েছে তার শাবক। মাথায় দাঁড়িয়ে ছটফট করে চলেছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ট্যাপেস্ট্রিঅফআফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে এক সিংহশাবক। বাবার মাথার উপর দাঁড়িয়ে এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে সে। সিংহটিও চুপচাপ বসে রয়েছে। সন্তানের সঙ্গে আদুরে আলাপ সেরে ফেলছে সে। সন্তানকে মাথায় চাপিয়ে জঙ্গলের চারদিকে নজর রাখছে সে। সিংহটিকে শাবকের সঙ্গে দেখে ‘দ্য লায়ন কিং’ ছবির মুফাসা-সিম্বার কথা মনে পড়তে বাধ্য।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর নেটাগরিকদের একাংশ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন মজা করে লিখেছেন, ‘‘বাবাকে কাছে পেয়ে একেবারে মাথায় চড়ে বসেছে। কী ভাবে সোজা দাঁড়িয়ে রয়েছে তা ভাবতেই অবাক লাগে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘কী আহ্লাদে বাবার সঙ্গে খুনসুটি করছে শাবকটি! মিষ্টি ভিডিয়ো।’’ তবে নেটপাড়ার একাংশ এই নিয়ে সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘‘শাবকটি এমন ভাবে সিংহের মাথায় দাঁড়াতে পারে না। কৃত্রিম প্রযুক্তির সাহায্য নিয়ে এই ভিডিয়োটি তৈরি করা হয়েছে।’’