Viral Video

রুটি বানানোর সময় থুতু ময়দায়! মেলার দোকানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গ্রেফতার দুই কর্মী

দোকানের এক কর্মী ময়দার লেচি চওড়া করে টেবিলে রাখছিলেন। সেখান থেকে লেচিটি তুলে হাত দিয়ে এ দিক-ও দিক করে লেচিটিকে আরও চওড়া করছিলেন আর এক কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:২৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেলায় লোকজনের ভিড়। পাশাপাশি ভিড় বাড়ছে সেখানকার খাবারের দোকানগুলিতেও। হাত চালিয়ে রান্নাবান্না করছেন দোকানের কর্মীরা। কিন্তু তার মাঝেই ক্যামেরায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। রুটি বানানোর সময় ময়দায় থুতু ফেলে তা আবার সেঁকার জন্য এগিয়ে দিচ্ছেন দোকানের এক কর্মী। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োটি সর্বত্র ছড়িয়ে পড়ায় তা নজর কাড়ে পুলিশের। সঙ্গে সঙ্গে দোকানের দুই কর্মীকে গ্রেফতার করা হয়। তালাও ঝোলানো হয় সেই দোকানে।

Advertisement

‘দ্য হক আই’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। পিটিআই সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার উত্তরাখণ্ডের বাগেশ্বর এলাকায় একটি মেলায় ঘটেছে। দোকানের এক কর্মী ময়দার লেচি চওড়া করে টেবিলে রাখছিলেন। সেখান থেকে লেচিটি তুলে হাত দিয়ে এ দিক-ও দিক করে লেচিটিকে আরও চওড়া করছিলেন আর এক কর্মী। রুটি সেঁকতে দেওয়ার আগে লেচির মধ্যে থুতু ফেলতে দেখা যায় সেই কর্মীকে। অনবরত এই কাজ করতে থাকেন তিনি।

রুটি বানানোর সময়ে থুতু ফেলার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজর কাড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় উত্তরাখণ্ড পুলিশ। দোকানের দুই কর্মীকে খাবারে থুতু ফেলার অভিযোগে গ্রেফতার করা হয়। সেই দোকানেও তালা ঝুলিয়ে দেয় পুলিশ। জানা গিয়েছে দুই অভিযুক্তের নাম যথাক্রমে আমির এবং ফিরাসত। বর্তমানে তাঁরা আলমোড়া জেলে বন্দি রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement