Viral Video

তালে তালে ‘ডাবকে’! তরুণদের নাচকে তুড়ি মেরে উড়িয়ে দিল খুদে, রইল মন ভাল করা ভিডিয়ো

পায়ে তাল দিয়ে দিয়ে কখনও তরুণেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কখনও আবার পিছিয়ে যাচ্ছেন। তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছে এক খুদে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অতিথিদের সামনে দল বেঁধে নৃত্য পরিবেশন করছেন তরুণেরা। পায়ের ছন্দে ছন্দে কখনও সামনের দিকে এগোচ্ছেন। আবার কখনও পিছিয়ে যাচ্ছেন তাঁরা। তবে একদল তরুণের সেই নাচ যেন খুদের কাছে কোনও পাত্তাই পেল না। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ইউনিল্যাড’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, কোনও অনুষ্ঠানে একদল তরুণ সারি বেঁধে নাচ করছেন। তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছে এক খুদে। পায়ে তাল দিয়ে দিয়ে কখনও তরুণেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কখনও আবার পিছিয়ে যাচ্ছেন। আসলে, তাঁরা সকলে মিলে ‘ডাবকে’ পারফর্ম করছেন। পশ্চিম এশিয়ার এক ধরনের লোকনৃত্য সেটি। সাধারণত, বিবাহ অথবা শুভ কোনও অনুষ্ঠানে এই নাচ করেন স্থানীয়েরা।

তরুণদের সামনে দাঁড়িয়েছিল এক শিশু। তরুণদের দেখে সে-ও মাটিতে পা দিয়ে তাল ঠুকে নাচতে শুরু করল। এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় নেটাগরিকদের অধিকাংশ তাতে ভালবাসা এঁকে দিয়েছেন। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘এই ভিডিয়োটি আমার মন ভাল করে দিল। ওই বাচ্চাটিই আসলে নজর কেড়ে নিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement