Viral Video

শিশুর চেয়ারের নীচে গুটিসুটি মেরে বিষধর সাপ, তুলল ফণাও! রইল ভয় ধরানো ভিডিয়ো

খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান মার্ক। দম্পতির ঘরের ভিতর শিশুদের শুইয়ে রাখার জন্য একটি চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটি সরাতেই বেরিয়ে পড়ল আস্ত একটা সাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বড়দিনের আনন্দে মেতে ছিলেন দম্পতি। তাঁদের ছোট্ট শিশুকে আদরে ভরিয়ে দিচ্ছিলেন। একরত্তিকে শুইয়ে রাখার জন্য ঘরের ভিতর বিশেষ ধরনের চেয়ার ছিল তাঁদের। হঠাৎ দম্পতি খেয়াল করলেন যে, চেয়ারের তলায় লম্বা মতো কিছু একটা লুকিয়ে পড়ল। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে সাপ উদ্ধারকারীর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে চেয়ারের তলা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেন সাপ উদ্ধারকারী। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘স্নেকহান্টারঅস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন মার্ক পেরি। সাপ উদ্ধার করে জীবিকা নির্বাহ করেন তিনি। তিনিই নিজের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করে জানান, বড়দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এলাকার এক দম্পতি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের ঘরের ভিতর সাপ ঢুকে পড়েছে বলে জানান তাঁরা। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান মার্ক। দম্পতির ঘরের ভিতর শিশুদের শুইয়ে রাখার জন্য একটি চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটি সরাতেই বেরিয়ে পড়ে আস্ত সাপ। চেয়ারের তলায় গুটিসুটি মেরে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছিল সে। মাঝেমধ্যে ফণাও বার করছিল। মার্ক জানান, অস্ট্রেলিয়ায় টাইগার স্নেক প্রজাতির এক ধরনের সাপ পাওয়া যায়। সাপটি আকারে ছোট হলেও বিষধর। সেই সাপই দম্পতির বাড়িতে ঢুকে পড়েছিল। পরে সেই সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেন মার্ক।

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক ভয় পেয়ে বলেছেন, ‘‘আমার বাড়িতে এমন ঘটলে আমি দুশ্চিন্তায় মারা পড়তাম। সাহসই কুলিয়ে উঠত না।’’ আবার নেটব্যবহারকারীদের অধিকাংশ মার্কের সাহসের প্রশংসা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement