ছবি: সংগৃহীত।
উপরের ছবিতে আপনি প্রথম কী দেখলেন?
ঠোঁট? গাছ? নাকি শিকড়-বাকড়! কোন ছবিটি প্রথম দর্শনেই দেখেছেন, তার ভিত্তিতে আপনি জেনে নিতে পারেন আপনার জন্য উপযুক্ত কেরিয়ার। কোন কাজে আপনি সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন, তা-ও এই ছবি দেখে ধারণা করতে পারবেন। অন্তত এমনটাই মত মানসিক বিশেষজ্ঞদের।
ছবিতে কে কী দেখছেন, তার কোনও ভাল বা মন্দ নেই। যে কেউ যা খুশিই দেখতে পারেন। তবে সৎ ভাবে সেই প্রথম দেখা প্রতিকৃতির ভিত্তিতেই ফলাফল পরখ করতে হবে।
যদি আপনি প্রথমে গাছপালা দেখে থাকেন, তবে আপনার মধ্যে উচ্চাকাঙ্খা রয়েছে। সাফল্যের তীব্র খিদে রয়েছে আপনার। আবার একজন আদর্শ নেতার গুণাগুণও রয়েছে আপনার মধ্যে। ব্যবসা, মার্কেটিং এক্সিকিউটিভের পদ, কোনও সংস্থার সিইও, স্থপতি, সফটওয়্যার ডেভেলপার, রাজনৈতিক নেতা হওয়ার পথে আপনি নির্দ্বিধায় এগোতে পারেন।
যদি শিকড় প্রথমে দেখেন তবে, আপনি খুঁতখুঁতে। তবে আপনার মধ্যে ভুলে যাওয়ার প্রবণতাও থাকতে পারে। ইভেন্ট প্ল্যানার, অ্যাকাউন্ট্যান্ট, লাইব্রেরিয়ান, ডাটা অ্যানালিস্ট, জাতীয় কাজে আপনি উন্নতি করবেন।
যদি ঠোঁট দেখেন, তবে আপনি জীবন নিয়ে অতিরিক্ত চাপ নেন না। বরং খুবই ঠান্ডা মাথায় থাকতে পারেন। তবে একটু উচ্ছ্বাসও দরকার আপনার জীবনে। আপনার জন্য ভাল পেশা হতে পারে সৃষ্টিশীলতার যে কোনও কাজ। লেখক, সাংবাদিক, চিত্রশিল্পী, গায়ক-গায়িকা ইত্যাদি।