ছবি: সংগৃহীত।
কৃত্রিম বুদ্ধিমত্তার জমানা শুরু হয়ছে। মানুষের গড় বুদ্ধিমত্তাকে নাকি টেক্কা দিতে পারে সে। এমনই বলছেন কেউ কেউ। কিন্তু সত্যিই কি যন্ত্রের পক্ষে মানুষের বুদ্ধিমত্তাকে টেক্কা দেওয়া সম্ভব? নিজের বুদ্ধিমত্তা পরখ করে দেখবেন না কি!
উপরের ছবিটি এই পরীক্ষা নিতে সাহায্য করতে পারে আপনাকে। এই ছবিতে এমন একটি ভুল রয়েছে যা বাস্তবে অসম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে না কি ৭ সেকেন্ডেই এই ছবির ভুল বের করে দেওয়া সম্ভব। আপনি কি পারবেন তার সঙ্গে পাল্লা দিতে?
ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরের একদিকে বইয়ের আলমারিতে থরে থরে সাজানো বই। পাশে একটি ক্যাবিনেটে রাখা আছে গাছের টব। তার উপরে দেওয়ালে সাজানো কিছু ছবির ফ্রেম। সামনে দু’টি কেদারা আর একটি টেবিল। একজন চেয়ারে বসে বই পড়ছেন। আর ঘরে জ্বলছে একটি ল্যাম্প।
এই হল ছবির বর্ণনা। এখন বলুন দেখি কোথায় বড় ভুল রয়ে গিয়েছে?
এত ক্ষণে কিন্তু সাত সেকেন্ড পেরিয়ে গিয়েছে। ক্লু হিসাবে বলা যেতে পারে ছবির একটি কোনাও আপনার প্রখর দৃষ্টির আড়াল হতে দেবেন না।
কী পেয়ে গিয়েছেন তো?
না পেলেও চাপের কিছু নেই। নীচে দেওয়া রইল সমাধান।
সমাধান।