Tanisha Mukherjee

পোশাকের ফাঁক থেকে উঁকি দিচ্ছে শরীরী হিল্লোল! কাজলের বোন তানিশাকে নিয়ে তোলপাড় নেটপাড়া

পোশাকের জন্যই কটাক্ষের শিকার হলেন তানিশা। কালো জালের পোশাক জড়িয়ে ছিল তানিশার শরীর। নামমাত্র আবরণ হিসাবে ছিল কাপড়ের সাদা গোলাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৪:১৪
Share:
Actress Tanisha Mukherjee seen wearing a see through dress at a Bollywood party video goes viral

তানিশার পোশাক নিয়ে কটাক্ষ। ছবি: সংগৃহীত।

পরনে কালো রঙের ফিনফিনে পোশাক। তার উপর বসানো সাদা রঙের গোলাপ ফুল। ফুলের ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে শরীরী হিল্লোল। এই বেশে দেখা গেল কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়কে। রবিবার রাতে মুম্বইয়ের টিনসেল টাউনের এক বিশেষ পার্টিতে বসেছিল তারকাদের মেলা। কিন্তু গাড়ি থেকে নামতেই তানিশাকে দেখে চক্ষু চড়কগাছ তাঁর অনুরাগীদের। নিন্দকেরা তাঁকে ‘দ্বিতীয় উর্ফী জাভেদ’ তকমাও দিলেন।

Advertisement

পোশাকের জন্যই কটাক্ষের শিকার হলেন তানিশা। কালো জালের পোশাক জড়িয়ে ছিল তানিশার শরীর। নামমাত্র আবরণ হিসাবে ছিল কাপড়ের সাদা গোলাপ। নিন্দকদের দাবি, পোশাকের সঙ্গে ঠিকঠাক অন্তর্বাসও পরেননি অভিনেত্রী। সব মিলিয়ে এমন সাহসী পোশাকে তানিশা নাকি বেমানান। অভিনেত্রীর ভিডিয়ো সমাজমাধ্যমে এই মুহূর্তে ভাইরাল। এক নিন্দকের কথায়, “এমন পোশাক পরার দরকার কী ছিল? দেখে মনে হচ্ছে মুদিখানার দোকান থেকে বাজার করে নিয়ে যাচ্ছে।” তানিশার এক অনুরাগী মন্তব্য বিভাগে লিখেছেন, “তানিশাকে আমার খুবই ভাল লাগে। এই একটা পোশাকের জন্য ওকে এই ভাবে আক্রমণ করার কোনও মানে হয় না।”

কাজলের বোন বলেই প্রাথমিক ভাবে পরিচিত তানিশা। এর পরে ‘সরকার রাজ’, ‘নীল অ্যান্ড নিক্কি’-সহ বেশ কিছু তামিল ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘বিগবস্‌ ৭’-এ নজর কেড়েছিলেন তিনি। গৌহর খান সেই সিজ়নে জয়ী হয়েছিলেন। দ্বিতীয় স্থানাধিকারী ছিলেন তানিশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement