—প্রতীকী ছবি।
স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। গোপনে প্রেম করছেন কারও সঙ্গে, এমন সন্দেহ করে স্ত্রীর ফোনে লুকিয়ে কথাবার্তা রেকর্ডের অ্যাপ ডাউনলোড করেছিলেন স্বামী। অফিস থেকে এসে স্ত্রীর ফোন ঘেঁটে সেই সব রেকর্ড শুনছিলেনও। তবে তখনই বিপত্তি বাধে। স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। এর পর ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে যা করেছেন, তা শুনে হতবাক নেটপাড়া। কিন্তু স্বামীর সঙ্গে কী এমন করলেন তাঁর স্ত্রী?
সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’-এর প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কানপুরে। বিথুর এলাকার কারখানায় কর্মরত এক যুবক সম্প্রতি তাঁর স্ত্রীকে সন্দেহ শুরু করেন। যুবকের মনে হয়েছিল, তাঁর স্ত্রী বিবাহ-বহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়েছেন। এর পর বন্ধুর পরামর্শ শুনে তিনি তাঁর স্ত্রীর মোবাইলে এমন অ্যাপ ‘ইনস্টল’ করেন, যা ফোনে কথা বলার সময় সেই কথাবার্তা রেকর্ড করবে।
এর পর সুযোগের অপেক্ষায় থাকেন ওই যুবক। এক দিন অফিস থেকে ফিরে স্ত্রীর ফোন খাটের উপর পড়ে থাকতে দেখেন। ফোনটি হাতিয়ে সোজা ছাদে চলে যান তিনি। লুকিয়ে কল রেকর্ডিংগুলি শুনতে থাকেন। অন্য দিকে, ফোন খুঁজে না পেয়ে তাঁর পিছন পিছন ছাদে পৌঁছোন যুবকের স্ত্রীও। স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। তার পরেই বিপত্তি বাধে। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা চলাকালীন, রেগে গিয়ে ওই যুবকের দিকে রুটি বেলার বেলন ছুড়ে মারেন স্ত্রী। মারধর করে বাড়ি থেকে বাইরে বার করে দেন। ঘরে ঢুকলে ‘ঠ্যাং খোঁড়া’ করে দেওয়ার হুমকিও দেন।
এর পরেই ভীত-সন্ত্রস্ত এবং অপমানিত ওই যুবক সাহায্যের জন্য বিথুর থানার দ্বারস্থ হন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখে। বিথুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রেমনারায়ণ বিশ্বকর্মা জানিয়েছেন যে, ওই যুবক মশলা সংস্থায় কাজ করেন। স্ত্রী মেডিক্যাল কলেজে কর্মরত। যুবকের স্ত্রী কর্মসূত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে বার বার কথা বলতেন। আর তা দেখেই সন্দেহ হয় ওই যুবকের। বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য ওই যুবক এবং তাঁর স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয়। ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন ওই যুবক। কল রেকর্ডিংয়ের ওই অ্যাপটিও স্ত্রীর ফোন থেকে মুছে ফেলেন তিনি।