Viral Video

একে অপরের শরীর স্পর্শ করতেই বিদ্যুতের ঝটকা! মধুচন্দ্রিমায় ভয়ঙ্কর অভিজ্ঞতা যুগলের

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডে-টু-ডে টেলস্‌’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ০৭:৩১
Share:
Static electricity ruins Indian couple’s honeymoon in Manali

ছবি: ইনস্টাগ্রাম।

একে অপরের শরীর স্পর্শ করলেই বিদ্যুতের ঝটকা! হিমাচল প্রদেশের মানালিতে মধুচন্দ্রিমা করতে গিয়ে ফ্যাসাদে পড়লেন যুগল। শেষমেশ আর প্রেমযাপন করাই হল না তাঁদের। তাঁদের দুরবস্থার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত সেই অভিজ্ঞতা হয়েছে বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) স্মিতা আচার্যের সঙ্গে। সম্প্রতি মধুচন্দ্রিমা যাপন করতে স্বামীর সঙ্গে মানালি গিয়েছিলেন স্মিতা। হোটেল ভাড়া করে সেই হোটেলের কামরা সাজিয়েওছিলেন মনের মতো করে। কিন্তু তাঁরা কাছাকাছি আসতেই বিপত্তি বাধে। একে অপরের শরীর স্পর্শ করার সময় স্থির তড়িতের কারণে ঝটকা খান তাঁরা। ফলে ভেস্তে যায় তাঁদের মধুচন্দ্রিমা। এর পর বিরক্ত হয়ে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানা আবার ঘেঁটে দেন যুগল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও পরে সেই ভিডিয়ো মুছে (ডিলিট) দেওয়া হয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডে-টু-ডে টেল্‌স’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাদের মধুচন্দ্রিমাতেও এটি ঘটেছিল।’’ উল্লেখ্য, স্থির তড়িতের কারণে ঠান্ডা জায়গায় এমন ঘটনা ঘটা খুব একটা অস্বাভাবিক নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement