Viral Video

পণ্য পৌঁছে দিতে এসেছে হেলিকপ্টার! আওয়াজে হতচকিত প্রতিবেশীরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি উঁচু বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। হঠাৎ তাঁর মাথার উপর চক্কর খেতে শুরু করল একটি হেলিকপ্টার। সেই কপ্টারে লেখা ‘ইন্ডিয়ান এয়ারফোর্স’, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৪:৪৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

অনলাইনে অর্ডার করা যাবতীয় জিনিস বাড়িতে ডেলিভারি করতে যাঁরা আসেন, তাঁরা কিসে চড়ে আসেন? সাইকেল বা বাইক। খুব দামি জিনিস হলে গাড়িতে। কিন্তু হেলিকপ্টারে করে ডেলিভারির কথা কি কেউ কখনও শুনেছেন বা দেখেছেন? অবিশ্বাস্য হলে তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। আশপাশের দৃশ্য দেখে ঘটনাটি ভারতের মনে হলেও সেটি আদতে কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি উঁচু বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। হঠাৎ তাঁর মাথার উপর চক্কর খেতে শুরু করল একটি হেলিকপ্টার। সেই কপ্টারে লেখা ‘ইন্ডিয়ান এয়ারফোর্স’, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা। এক সময় হেলিকপ্টারটি স্থির হয়ে যায়। হেলিকপ্টার থেকে একের পর এক জিনিস পড়তে থাকে ওই বাড়ির ছাদে। হাতে করে সেই জিনিসগুলি লোফার চেষ্টা করেন ওই ব্যক্তি। সেই দৃশ্য দেখতে আশপাশের বাড়ির ছাদে ভিড় জমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডাঙ্ক মিম মিনাতি’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় দু’কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। তবে নেটাগরিকদের একাংশের দাবি, ভারতীয় বায়ুসেনার ওই কপ্টারটি আসলে কিছু ডেলিভারি করছিল না। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া মানুষদের ত্রাণ বা ওই ধরনের কোনও সামগ্রী পৌঁছে দিচ্ছিল সেটি। সত্যতা যা-ই হোক, বিষয়টি নিয়ে হইচই পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement