ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পাতে সুন্দর করে পরিবেশন করা হয়েছে জাপানের অন্যতম জনপ্রিয় খাদ্য সুশি। দূরে দেখা যাচ্ছে গাছপালা। প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সবেমাত্র মুখে সুশি ভরতে যাবেন তখনই দেখলেন যে তার মুখ, পা গজিয়ে উঠেছে। এক প্লেট থেকে অন্য প্লেটে লাফিয়ে পড়ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘টারেক.এম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি প্লেটের উপর পর পর সুন্দর করে পরিবেশন করা হয়েছে সুশি। কয়েক সেকেন্ডের মধ্যেই রূপ পরিবর্তন করল সুশি। প্রত্যেকটি সুশি যেন একে অপরের সঙ্গে জুড়ে এক ভয়ানক প্রাণীর আকার ধারণ করল, ফুটে উঠল তার চোখ-মুখ। বড় বড় পা বার করে এক প্লেট থেকে অন্য প্লেটে লাফ দিল সে। যেন সুশির মতো দেখতে একটি গিরগিটি।
ভিডিয়োটি দেখার পর ভয় পেয়ে গিয়েছেন নেটব্যবহারকারীদের একাংশ। অবশ্য এই ঘটনা যে বাস্তবে ঘটেনি তা বুঝতেও দেরি হয়নি তাঁদের। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ভিডিয়ো তৈরি করা হয়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘এ যে ভয়ানক জিনিস। এমন সত্যি হলে আমি ভয়ে কুঁকড়ে যেতাম।’’