India Cricket

৯৭ বলে ২০১ রান, ২০ ছক্কা, ১৩ চার! রেকর্ড আইপিএল নিলামে ৯৫ লক্ষ টাকার ব্যাটারের

ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়লেন সমীর রিজ়ভি। উত্তরপ্রদেশের এই ব্যাটার ৯৭ বলে ২০১ রান করেছেন। ১৩টি চার ও ২০টি ছক্কা মেরেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩
Share:

আইপিএলের নিলামে ৯৫ লক্ষ টাকা দামের ক্রিকেটার করেছেন রেকর্ড। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে মাত্র ৯৫ লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি। গত বারের তুলনায় অনেকটাই কমেছে তাঁর দর। কিন্তু ব্যাট হাতে ফর্মে রয়েছেন উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সমীর রিজ়ভি। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছেন রিজ়ভি। উত্তরপ্রদেশের এই ব্যাটার ৯৭ বলে ২০১ রান করেছেন। ১৩টি চার ও ২০টি ছক্কা মেরেছেন তিনি।

Advertisement

অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন রিজ়ভি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। কোনও বোলারকে রেয়াত করেননি এই ডানহাতি ব্যাটার। বরোদার মাঠে তাঁর ইনিংসে ভর করে ৪০৫ রান করে উত্তরপ্রদেশ। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করেছেন রিজ়ভি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। কিন্তু তাঁর দুর্ভাগ্য যে এটি লিস্ট এ ম্যাচ না হওয়ায় লিস্ট এ রেকর্ড হিসাবে নথিভুক্ত থাকবে না।

লিস্ট এ ম্যাচে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড নথিভুক্ত রয়েছে নিউ জ়িল্যান্ডের চাড বোয়েসের নাম। ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন তিনি।

Advertisement

২১ বছরের রিজ়ভিকে গত মরসুমে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। সুযোগও পেয়েছিলেন। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে আটটি ম্যাচে মাত্র ৫১ রান করেছিলেন তিনি। ফলে তাঁকে ছেড়ে দিয়েছে চেন্নাই। এ বার নিলামে তাঁকে কিনেছে দিল্লি।

শুধু এই ম্যাচেই নয়, এর আগের দুই ম্যাচেও বড় রান করেছেন রিজ়ভি। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ বলে ১৫৩ ও পুদুচ্চেরির বিরুদ্ধে ৬৯ বলে ১৩৭ রান করেছেন তিনি। অর্থাৎ, দু’টি শতরানের পর এল একটি দ্বিশতরান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement