ছবি: সংগৃহীত।
চোখের সামনে থেকেও চোখে পড়ে না অনেক জিনিস। এই ছবিটিও সেই রকম। জলের মধ্যে পড়ে থাকা নুড়ি পাথরের সঙ্গে চোখের সামনেই বসে রয়েছে একটি ব্যাঙ। অথচ তাকে আলাদা করে নজরে পড়ছে না।
ওই ব্যাংকে খুঁজে বার করাই এই ছবির ধাঁধার এক মাত্র চ্যালেঞ্জ। তবে খোঁজার সময় ৫ সেকেন্ড। তার মধ্যেই লুকনো উভচরকে খুঁজে ফেলতে হবে।
ছবি: সংগৃহীত।
ছবিটি তোলা হয়েছে আকোয়ারিয়াম জাতীয় কোনও একটি জলাধারের মধ্যে। এই ধরনের জলাধার সাজিয়ে রাখার জন্য অনেকেই নুড়ি পাথর বিছিয়ে দেন। ব্যাঙটি তেমনই এক খানি নুড়ির গায়ে উপুড় হয়ে বসে আছে।
কিছু কিছু প্রাণীর নিজেকে লুকিয়ে রাখার অদ্ভূত ক্ষমতা দিয়েছে প্রকৃতি। এই ব্যাঙটিও তেমন ক্ষমতাধর।
কিন্তু শেষ পর্যন্ত কি আপনার চোখ কে ফাঁকি দেওয়া গেল? খুঁজে পেলেন কি ব্যাঙটিকে। না পেলে নীচে দেওয়া রইল উত্তর।