ছবি: সংগৃহীত।
একই ধরনের দেখতে দু’টি ছবির মধ্যে লুকিয়ে আছে তিনটি পার্থক্য কিন্তু সাদা চোখে সেই পার্থক্য চোখে পড়ার কথা নয়। খুঁটিয়ে দেখতে হবে। এই ধাঁধা সেই খুঁটিয়ে দেখার নজরেরই পরীক্ষা।
প্রয়োজন পড়লে কতটা তীক্ষ্ণ হতে পারে আপনার দৃষ্টিশক্তি? তারই প্রমাণ পাওয়া যাবে এই ধাঁধার সমাধান করতে পারলে। দেখুন তো আপনার চোখে পার্থক্যগুলো ধরা পড়ছে কি না।
ধাঁধা।
ছবিটি টারজানের কার্টুনের একটি দৃশ্য। শিশু টারজান গাজের লতাপাতা ধরে লাফিয়ে এগিয়ে চলেছে। হুবহু একই দেখতে একটি ছবি রয়েছে পাশেও। কিন্তু দেখতে এক হলেও তিনটি পার্থক্য নজরে পড়বে।
আপনি কি সেই পার্থক্য দেখতে পেলেন?
না পেলে নীচে দেওয়া রইল সমাধান।
সমাধান।