Optical Illusion

প্রসাধনীর ভিড়েই লুকিয়ে আছে বার্বি, তবে ১০ সেকেন্ডে খুঁজে বার করতে হবে

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ১৮:৪৯
Share:

খুঁজে ফেলুন দেখি। ছবি : ইনস্টাগ্রাম।

এ বারের ধাঁধাঁ একটু অন্যরকম। ফিল্মজগতে সাড়া ফেলেছে নতুন সিনেমা বার্বি। এই চোখের ধাঁধাটিও সেই বার্বিকে নিয়েই। নানারকম জিনিসের মধ্যে খুঁজে ফেলতে হবে সেই কমনীয় পুতুলকে। তবে সময় মাত্র ১০ সেকেন্ড।

Advertisement

ধাঁধার ছবি।

তবে এই ছবিতে বার্বি লুকিয়ে রয়েছে, তারই ব্যবহৃত প্রসাধনীর জিনিসপত্রের ভিড়ে। নেলপলিশ, লিপস্টিক, সাবান, শ্যাম্পু, ত্বক পরিচর্যার নানা জিনিসপত্রের ভিড়েই গা-ঢাকা দিয়েছে সে। তার মধ্যে থেকেই খুঁজে বের করতে হবে তাকে।

বার্বি মানেই গোলাপি রং। কে না জানে। তবে ধাঁধাকে কঠিন করে তুলতে গোটা ছবির অর্ধেক জিনিসপত্রই রাখা হয়েছে গোলাপি রঙের। বালতি, সাবান, ব্রাশ, শ্যাম্পুর বোতল, প্রায় সবকিছুরই রং গোলাপি। এ সবের মধ্যে গোলাপি রঙের বার্বিকে খুঁজে পেতে ১০ সেকেন্ডের বেশি সময় লাগতেই পারে। কিন্তু তা হলে ধাঁধার সমাধান হল না।

Advertisement

কিন্তু তাতে দোষের কিছু নেই। না পারলে নীচে দেওয়া রইল চোখের ধাঁধার সমাধান।

ধাঁধার সমাধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement