Snake

ইটের দেওয়াল বেয়ে তরতরিয়ে উঠছে সাপ, মনে পড়াল নোকিয়ার সেই পুরনো মোবাইল গেম

মোটে ২৪ সেকেন্ডের ভিডিয়ো। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন প্রায় ৮৪ লক্ষ টুইটার ব্যবহারকারী। ভিডিয়োটি মনে ধরেছে তিন হাজারেরও বেশি জনের।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৭:৩৮
Share:

দেখে মনে পড়ে যেতে পারে নোকিয়ার মোবাইলে থাকা সেই পুরনো গেমটির কথা। ছবি: সংগৃহীত।

ইটের দেওয়ালের খাঁজ বেয়ে উপরে উঠছে একটি লাল-সাদা-কালো ডোরাকাটা বড়সড় সাপ। মসৃণ গতিতে তরতরিয়ে এগোচ্ছে সেটি। দেখে মনে পড়ে যেতে পারে নোকিয়ার মোবাইলে থাকা সেই পুরনো গেমটির কথা। মঙ্গলবার আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসের টুইটার হ্যান্ডলে ওই সাপটির দেওয়াল পেরোনোর ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যা নিয়ে বেশ হইচই হচ্ছে সমাজমাধ্যমে।

Advertisement

মোটে ২৪ সেকেন্ডের ভিডিয়ো। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন প্রায় ৮৪ লক্ষ টুইটার ব্যবহারকারী। ভিডিয়োটি মনে ধরেছে তিন হাজারেরও বেশি জনের। সংক্ষিপ্ত ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক ফুটের ওই সাপটি সিমেন্টহীন দেওয়ালের ইটের খাঁজের মধ্যে দিয়ে উপরের দিকে এগিয়ে যাচ্ছে।

আমেরিকার যাবতীয় সমস্ত জাতীয় উদ্যান-সহ বেশির ভাগ স্মৃতিসৌধের দেখাশোনাকারী ওই সংস্থাটি টুইটে জানিয়েছে, সাপটির বৈজ্ঞানিক নাম ল্যাম্প্রোপেলটি পাইরোমেলানা। যা বেশি পরিচিত সোনোরান মাউন্টেন কিংস্নেক নামে। পর্বতারোহীদের দক্ষতায় সাপটি যেন পাহাড়ে চড়ছে। এ ক্ষেত্রে অবশ্য অ্যারিজ়োনার ‘কলোরাডো ন্যাশনাল মেমোরিয়াল’-এর দেওয়াল বেয়ে উঠছিল সেটি।

Advertisement

নোকিয়ার সেই পুরনো দিনের মোবাইলেও এ ধরনের একটি সাপের গেম থাকত। মোবাইলের বোতাম টিপে সেই সাপের খেলায় মেতে থাকতেন অনেকে। আমেরিকার ওই সংস্থাটির দাবি, এই সাপটির ‘এক ছোবলেই ছবি’ হয়ে পারেন। তবে অনেকের পাল্টা দাবি, এই সাপটি বিষাক্ত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement